ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এগিয়ে আসেনি কেউ

প্রকাশিত: ০৬:২৬, ১৩ আগস্ট ২০১৬

এগিয়ে আসেনি  কেউ

ভারতের রাজধানী নয়াদিল্লীতে ট্রাকের ধাক্কায় আহত হয়ে মারা গেলেন মোহাম্মদ মতিবুর (৪৫) নামে এক রিক্সাচালক। আহত হয়ে রাস্তায় পড়ে থাকলেও তাকে সহায়তায় কেউ এগিয়ে আসেনি। যদিও তার পাশ দিয়ে গেছে অনেক যানবাহন। খবর এনডিটিভির। নিহত মোহাম্মদ মতিবুর পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা। ১৫ বছর আগে পেটের দায়ে পাড়ি জমান নয়াদিল্লীতে। রাজধানীতে সকালে রিক্সা চালাতেন। আর রাতে সেই রিক্সামালিকের গ্যারেজ পাহারা দিতেন তিনি। বৃহস্পতিবার সকালে রাতের পাহারার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মতিবুর। তখন হঠাৎ করে পেছন থেকে তাকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মতিবুর। এরপর বৃষ্টিভেজা সকালে সুভাষনগরের খোলা রাস্তায় প্রায় দেড় ঘণ্টা পড়ে থেকে মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মতিবুরকে ধাক্কা দেয়া ট্রাকের চালক গাড়ি থেকে নেমে দেখেছেন তিনি বেঁচে আছেন কিনা। এবং গাড়িতে রক্ত লেগেছে কিনা সেটাও পরীক্ষা করে দেখেন তিনি। এরপর পালিয়ে যান ওই চালক। এরপর দেড় ঘণ্টায় অসংখ্য গাড়ি, অটো ও বাইক মতিবুরকে দেখেও পাশ কাটিয়ে চলে গেছে। আর তাকে না দেখার অভিযোগ উঠেছে একটি পুলিশ ভ্যানের বিরুদ্ধেও। শুধু মতিবুরকে দেখে থেমেছিলেন একজন রিক্সাওয়ালা। তবে মতিবুরকে সাহায্য না করে বরং তার মোবাইলটি নিয়ে চলে যায় ওই রিক্সাচালক। পরে সেখান থেকে তার এক বন্ধু তাকে উদ্ধার করে হাপাসতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়। হাসপাতালে নেয়ার পর মতিবুরকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তার। এদিকে পুলিশ ঘাতক ট্রাকের চালক রাজেশকে গ্রেফতার করেছে। এবং যে রিক্সাচালক মতিবুরের মোবাইল নিয়ে গিয়েছিল তাকেও আটক করেছে পুলিশ।
×