ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে তীব্র লড়াই

আফগানিস্তানের হেলমান্দ ছাড়ছে হাজার হাজার মানুষ

প্রকাশিত: ০৬:২৬, ১৩ আগস্ট ২০১৬

আফগানিস্তানের হেলমান্দ  ছাড়ছে হাজার হাজার  মানুষ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান ও সরকারী বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের জন্য সেখান থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। আর এদের বেশিরভাগই আশ্রয়ের সন্ধানে যাচ্ছে প্রাদেশিক রাজধানী লস্কর গাহতে। খবর বিবিসির। ব্যাপক হতাহতের মধ্যেই তালেবান হটাতে রাজধানীসংলগ্ন একটি এলাকায় বিশেষ বাহিনী পাঠিয়েছে আফগান সরকার। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানজুড়ে অসংখ্য হামলা চালিয়েছে তালেবান জঙ্গীরা। ২০১৪ সালে ব্রিটিশ, আমেরিকান এবং অন্য ন্যাটোর বাহিনীর বড় অংশ চলে যাওয়ার পর শক্তি অর্জন করেছে তালেবান। হেলমান্দে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বক্তিদের কার্যালয়ের প্রধান নাগিবুল্লাহ জানান, সাম্প্রতিক লড়াইয়ের জন্য বিভিন্ন এলাকা থেকে তিন হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। তিনি জানান, তাদের খাদ্য এবং অন্যান্য সহযোগিতা প্রয়োজন। বিশ্ব খাদ্য সংস্থা আট শ’ পরিবারকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কান্দাহারে রয়েছে সংস্থার খাদ্যের মজুদ। কিন্তু এ মুহূর্তে বন্ধ রয়েছে কান্দাহার এবং হেলমান্দের মধ্যকার রাস্তাটি। আবদেল জাবর নামে একজন দোকানদার জানান, প্রতিদিন বেশিকিছু পরিবার এলাকাগুলো থেকে লস্কর গাহতে আসছে। শুধু আমি নই, এটি তালেবানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে উদ্বিগ্ন শহরের প্রত্যেকেই। আরেকজন জানান, শহরের অনেক রাস্তা বন্ধ বা নিরাপদ নয়। সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে খাদ্যের দাম। প্রয়োজন মেটাতে নতুন চালান দরকার। তবে কর্তৃপক্ষ লস্কর গাহ হাতছাড়া হওয়ার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। যদিও বুধবার প্রতিবেশী এলাকা নাওয়া দখলে নেয়ার চেষ্টা করেছিল তালেবান। হেলমান্দ গবর্নরের মুখপাত্র উমর জাওয়াক জানান, নাওয়া এবং অন্য এলাকায় ৮০ তালেবান নিহত হয়েছে।
×