ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আবারও জিজ্ঞাসাবাদের মুখে শাহরুখ

প্রকাশিত: ০৬:২৫, ১৩ আগস্ট ২০১৬

যুক্তরাষ্ট্রে আবারও  জিজ্ঞাসাবাদের  মুখে শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আবারও বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে যে ৮০ হাজার ব্যক্তির নাম ‘নো ফ্লাই’ লিস্টে রয়েছে তাতে শাখরুখের নামটি মিলে যাওয়ায় বলিউড সুপারস্টারকে বিড়ম্বনার শিকার হতে হয়। এই ঘটনার পর শাহরুখ তার টুইটারে লেখেন, আবার সেই বিরক্তকর ঘটনা। খবর এনডিটিভির। শাহরুখ খান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস বিমানবন্দরে দুই ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। ‘নো ফ্লাই’ লিস্টে থাকা ৮০ হাজার নামের সঙ্গে তার নামটি মিলে যাওয়ায় তিনি এই ভোগান্তিতে পড়েন। শাহরুখ এর আগেও নিউইয়র্ক ও নিউজার্সি বিমানবন্দরে অনুরূপ বিড়ম্বনার শিকার হন । ৫০ বছর বয়সী শাহরুখকে হিন্দী ছবির অন্যতম সেরা অভিনেতা বিবেচনা করা হয়। শাহরুখ বিমানবন্দরে এভাবে নাজেহাল হওয়ায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুঃখ প্রকাশ করে টুইট করেছেন। মার্কিন কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, ইমিগ্রেশন চেকিংয়ের সময় শাহরুখের নামটি ‘নো ফ্লাই’ লিস্টের সঙ্গে মিলে এ রকম হয়েছে। তার নামটির সঙ্গে পরিচয়সূচক কোন কথা লেখা না থাকায় এই সমস্যা হয়েছে। ২০১২ সালের এপ্রিলে নিউইয়র্কের একটি এয়ারপোর্টে শাহরুখকে দুই ঘণ্টা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইয়েল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সমাবেশে বক্তৃতা দিতে তিনি সেবার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। তিনি পরে ইয়েলের অনুষ্ঠানে কৌতুক করে বলেছিলেন, যখন আমার অহঙ্কারে ফুলে ওঠার মতো অবস্থা হবে তখন আমি আমেরিকা সফরে আসব। ওই সফরে শাহরুখ যাদের সঙ্গে আসেন তাদের মধ্যে শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানিও ছিলেন।
×