ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে অর্থ-সহায়তা বন্ধ করে দিন

প্রকাশিত: ০৬:২৪, ১৩ আগস্ট ২০১৬

ট্রাম্পকে অর্থ-সহায়তা বন্ধ করে দিন

মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির ৭০ জনেরও বেশি সদস্য প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা দেয়াা বন্ধ করে দিতে দলের ন্যাশনাল কমিটির প্রধানের প্রতি আহ্বান জানিয়ে এক চিঠিতে সই দিয়েছেন। খবর বিবিসি ও ইয়াহু নিউজের। তারা বলেন, ট্রাম্পের ‘বিভাজন নীতি’ ও ‘অযোগ্যতা’ নবেম্বরের নির্বাচনে দলের ভরাডুবি ডেকে আনছে। এর বদলে সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচনে দুর্বল প্রার্থীদের রক্ষা করার দিকে দৃষ্টি দেয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে কংগ্রেসের কয়েকজন সাবেক সদস্যও রয়েছেন। চিঠিটির খসড়ায় বলা হয়- আমি মনে করি, ডোনাল্ড ট্রাম্পের বিভাজন নীতি বল্গাহীন আচরণ, অযোগ্যতা ও বিশাল অজনপ্রিয়তা এ নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জন্য নিরঙ্কুশ জয়ের পথ সুগম করবে। খসড়াটির একটি কপি পলিটিকো মিডিয়ার হাতে এসেছে। চিঠিতে বলা হয়- এটি কোন কঠিন কাজ নয়, কারণ ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। ওই উদ্যোগের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, দল যে তাকে সহায়তা করা বন্ধ করে দিতে পারে, এতে তিনি উদ্বিগ্ন নন। ধনাঢ্য ট্রাম্প বলেন, আমি যা করতে পারি, তা হলো রিপাবলিকান পার্টিকে অর্থ যোগানো বন্ধ করে দেয়া। টাইম ম্যাগাজিন বৃহস্পতিবার জানায় যে, রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন (আরএনসি) চেয়ারম্যান রিন্স প্রিবাস ট্রাম্পের প্রচারশিবিরকে সহায়তা দান বন্ধ করে দিয়ে সেই অর্থ কংগ্রেস নির্বাচনের প্রচার অভিযানে নিয়োজিত করার হুমকি দিয়েছেন। এ সংলাপ আদৌ অনুষ্ঠিত হওয়ার কথা ট্রাম্প অস্বীকার করেছেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে বড় বড় অঙ্গরাজ্যে জনসমর্থন হারাচ্ছেন বলে জরিপে দেখা যায়।
×