ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৫০ রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞের খোলা চিঠি

ট্রাম্প হবেন সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:৪০, ১০ আগস্ট ২০১৬

ট্রাম্প হবেন সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ৫০ জন জাতীয় নিরপত্তা বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে বেপরোয়া’ প্রেসিডেন্ট হবেন বলে সতর্ক করে দিয়েছেন। গ্রুপটি বলেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতো চরিত্রবল, মূল্যবোধ ও অভিজ্ঞতার অভাব রয়েছে। এ গ্রুপে সিআইএ’র সাবেক ডিরেক্টর মাইকেল হ্যাডেনও রয়েছেন। এর জবাবে ট্রাম্প বলেন, তারা এক ব্যর্থ ওয়াশিংটন এলিটেরই অংশ, যারা ক্ষমতা আকড়ে থাকতে চান। খবর বিবিসির। খোলা চিঠিতে বলা হয়, ট্রাম্প মুক্ত বিশ্বের এক নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের নৈতিক কর্তৃত্বকে দুর্বল করতে চান। এতে বলা হয়, ধর্মীয় সহনশীলতা, সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন বিচারবিভাগসহ মার্কিন সংবিধান আইন ও প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তার মৌলিক জ্ঞান এবং সেগুলোর ওপর তার বিশ্বাসের অভাব রয়েছে বলে মনে হয়। আমাদের কেউই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেবেন না বলে চিঠিতে স্পষ্ট উক্তি করা হয়। কয়েকজন উর্ধতন রিপাবলিকান সদস্য ধনাঢ্য ট্রাম্পের পক্ষত্যাগ করার পর চিঠিটি প্রকাশিত হলো। ট্রাম্প কয়েক বারই রিপাবলিকান পার্টির বছরের পর বছর ধরে অনুসৃত পররাষ্ট্রনীতি থেকে সরে যান। রিপাবলিকান পার্টি ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পালন করা উচিত কিনা, সেই প্রশ্ন তোলেন, দৈহিক নির্যাতন সমর্থন করেন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত বলে মত ব্যক্ত করেন। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ঐ চিঠিতে যাদের নাম রয়েছে, তাদের কাছেই আমেরিকান জনগণের বিশ্ব কেন আজ বিশৃঙ্খল সেই প্রশ্নে কৈফিয়ত তলব করা উচিত।
×