ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্যারা অলিম্পিকেও নিষিদ্ধ রাশিয়া

প্রকাশিত: ০৬:৩৯, ৯ আগস্ট ২০১৬

প্যারা অলিম্পিকেও নিষিদ্ধ রাশিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে রাশিয়াকে নিয়ে কম কথা হয়নি। ডোপ কেলেঙ্কারির জন্য শেষ পর্যন্ত পূর্ণ টিম আসতেই পারেনি ব্রাজিলে। সব মিলিয়ে ২৭১ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে চলমান রিও অলিম্পিকে। তবে রিও অলিম্পিকে অংশগ্রহণের কষ্ট ভুলতে না ভুলতেই এবার রাশিয়ার জন্য বড় দুঃসংবাদ দিয়েছে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি। আগামী সেপ্টেম্বর মাস থেকে রিওতেই শুরু হতে যাওয়া প্যারা অলিম্পিকে রাশিয়ার কোন এ্যাথলেটই অংশ নিতে পারবে না। রবিবার আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট স্যার ফিলিপ ক্রাভেন বলেছেন, ‘রাশিয়া এ্যান্টি ডোপিং সিস্টেম পুরাই ভঙ্গুর এবং দুর্নীতিতে পরিপূর্ণ। ডোপিংয়ের সঙ্গে তারা সমঝোতা করেছে। এর ফলে প্যারা অলিম্পিকে রাশিয়ার কোন এ্যাথলেট অংশ নিতে পারবে না।’ ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিকে সবসময়ই আধিপত্য বিস্তার করে রাশিয়া। কিন্তু এবার সেই দৃশ্য আর দেখা যাবে না। রিও অলিম্পিক চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। আর আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্যারা অলিম্পিকের আসর। যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্যারা অলিম্পিকে সাধারণত অংশ নিয়ে থাকে প্রতিবন্ধী সব এ্যাথলেট।
×