ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিপিএলে চ্যাম্পিয়ন সাকিবদের জ্যামাইকা

প্রকাশিত: ০৬:৩৮, ৯ আগস্ট ২০১৬

সিপিএলে চ্যাম্পিয়ন সাকিবদের জ্যামাইকা

স্পোর্টস রিপোর্টার ॥ ফাইনালটা হলো একদমই পানসে। ইমাদ ওয়াসিম-ক্রিস গেইলদের দাপুটে নৈপুণ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি২০তে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল জ্যামাইকা তালাওয়াশ। সেন্ট কিটসের এক তরফা ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ের পথে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল গেইলের দল। বোলিংয়ে আলো ছাড়িয়েছে চ্যাম্পিয়ন-আনন্দের ভাগিদার হয়েছেন বাংলাদেশী তারকা সাকিব-আল হাসানও। সাকিব-ইমাদ আর কেইসিক উইলিয়ামসের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৬.১ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয় গায়না। জবাবে ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। সিপিএলে গেইলদের এটি দ্বিতীয় ট্রফি, এর আগে ২০১৩ সালের প্রথম আসরে এই গায়ানাকে হারিয়েই তারকাখচিত দলটি প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল! এবার টুর্নামেন্টের সেরা দুটি দল সিপিএলের ফাইনালে ওঠে। রিয়াদ এমরিটের নেতৃত্বে ডোয়াইন স্মিথ-সোহেল তানভীরদের নিয়ে গড়া জ্যামাইকা লীগ পর্বে দীর্ঘ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। দুই ম্যাচ হাতে রেখে প্লে অফ নিশ্চিত করেছিল তারা। প্রথম প্লে অফে এই জ্যামাইকাকেও হারিয়ে দিয়েছিল! তার পর থেকেই গেইলদের দারুণভাবে ঘুরে দাঁড়ানো। দ্বিতীয় প্লে অফ জিতে ফাইনালের টিকেট নিশ্চিতের পর চূড়ান্ত লড়াইয়েও গেইল-সাকিবরা নিজেদের সেরাটা উজার করে দিলেন। শিরোপার দ্বৈরথে টস জিতে ফিল্ডিং নেয়া জ্যামাইকার বোলিংয়ের উত্তর খুঁজে পায়নি গায়ানা। সেঞ্চুরি হাঁকিয়ে আগের ম্যাচে জয়ের নায়ক আন্দ্রে রাসেল অবিশ্বাস্য বোলিং করেন। ২.১ ওভারে মাত্র ৫ রান দিনে নেন ১ উইকেট। ম্যাচের ‘নায়ক’ ইমাদ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩। আর ঘূর্ণি জাদুতে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে টাইগার অলরাউন্ডার সাকিবের শিকার ২।
×