ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তুরস্কে মৃত্যুদ ফিরিয়ে আনতে চান এরদোগান

প্রকাশিত: ০৪:১৭, ৯ আগস্ট ২০১৬

তুরস্কে মৃত্যুদ  ফিরিয়ে আনতে  চান এরদোগান

জনগণ এবং পার্লামেন্ট অনুমোদন করলে তুরস্কে মৃত্যুদ- আবার ফিরিয়ে আনা হবে, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তানবুলের এক বিশাল সমাবেশে একথা বলেছেন। গত মাসে সরকার উৎখাতের চেষ্টায় সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর রবিবার তুরস্কের বৃহত্তম শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এরদোগান বলেন, তুরস্কের পার্লামেন্ট চাইলে তিনি মৃত্যুদ-ের বিধান ফিরিয়ে আনবেন। তিনি যখন বক্তৃতা করছিলেন তখন সমবেত লাখ লাখ মানুষ পতাকা নেড়ে তার প্রতি সমর্থন জানায়। তার সমর্থকরা ছাড়াও অনেক ধর্মীয় নেতা এবং অন্তত তিনটি বিরোধী দলের সমর্থকরাও এ সমাবেশে যোগ দেন। ‘গণতন্ত্র ও আত্মত্যাগকারী সমাবেশে’ অন্তত ১০ লাখ লোক যোগ দেয়। ইস্তানবুলের প্যারেড গ্রাউন্ডে সমাবেশটি অনুষ্ঠিত হয়। -বিবিসি
×