ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসমে জঙ্গী হামলার নিন্দা সোনিয়া ও রাহুলের

প্রকাশিত: ০৩:৪৭, ৮ আগস্ট ২০১৬

অসমে জঙ্গী হামলার  নিন্দা সোনিয়া ও রাহুলের

ভারতের কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী শুক্রবার অসমে জঙ্গী হামলার নিন্দা জানিয়েছেন। তারা এ ঘটনাকে নির্মম অভিহিত করে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকা- সম্ভাব্য কঠোরতমভাবে মোকাবেলা করার দাবি জানিয়েছেন। খবর এএফপির। কংগ্রেস সভাপতি বলেন, যেসব হামলায় নিরপরাধ মানুষকে টার্গেট করা হয়, সেগুলোকে সম্ভাব্য কঠোরতমভাবে মোকাবেলা করা উচিত। তিনি অসমের এ হামলাকে নির্মম ও কাপুরুষোচিত বর্ণনা করে আশা প্রকাশ করেন যে, এসব হামলা মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এক টুইটার বার্তায় বলেন, ‘অসমের কোকরাঝাড়ে সন্ত্রাসী হামলার খবর অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় হতাহতদের পরিবারবর্গের জন্য আমার প্রার্থনা রইল।
×