ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর পূর্তির দিনে আলোকিত টাইগার-অলরাউন্ডার

ফাইনালে সাকিবদের জ্যামাইকা

প্রকাশিত: ০৫:৩৬, ৭ আগস্ট ২০১৬

ফাইনালে সাকিবদের জ্যামাইকা

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ জয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) টি২০ ২০১৬-এর ফাইনালে উঠে গেছে ক্রিস গেইল-সাকিব আল হাসানদের জ্যামাইকা তালাওয়াশ। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়েছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ঠিক দশ বছর পূর্তির দিনে আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ১৯ রান করার পর বোলিংয়ে মাত্র ২৩ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়েছেন টাইগার-অলরাউন্ডার। অবশ্য ঝড়ো সেঞ্চুরিতে সেন্ট কিটস মাতিয়েছেন আন্দ্রে রাসেল। ৪৪ বলে ১০০ রানের ম্যারাথন এক সেঞ্চুরি ইনিংস উপহার দিয়ে ‘নায়ক’ তালাওয়াশের এই হার্ডহিটার উইলোবাজ। আজই শিরোপার লড়াইয়ে জ্যামাইকার প্রতিপক্ষ ডোয়াইন স্মিথ-সোহেল তানভিরদের গায়ানা আমাজন। টস জিতে ব্যাটিংয়ে জ্যামাইকার শুরুটা অবশ্য মোটেই ভাল হয়নি। দলীয় ৯বম ওভারে ৬৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটসম্যান শেন ওয়াটসন (১৫), গেইল (৩৫), কুমার সাঙ্গাকারা (৫) ও রোমান পাওয়েল (২)। বিপদের মধ্যে ওপরে উঠে আসা সাকিব তখন সাবধানে খেলতে থাকেন। খুনে ব্যাটিংয়ে অপর প্রান্তে সব তছনছ করে দেন রাসেল। প্রায় একাই দলকে ১৯৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তিনি। ৪৪ বলে ঠিক ১০০ রান করে আউট হওয়ার আগে ৩ চারের বিপরীতে ১১টি ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার! সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেছেন ৯৯ রান। যেখানে ২৩ বল মোকাবিলায় ১ চারে সাকিবের অবদান মোটে ১৯। টাইগার-হিরো বল হাতে অবশ্য সেটি পুষিয়ে দিয়েছেন। নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। প্রথম ওভারে ১২ রান দিয়ে উইকেটশূন্য। পরের ওভারের প্রথম বলে ছক্কা খাওয়ার পর দ্বিতীয় বলেই স্ট্যাম্পড হাসিম আমলা। সুনীল নারাইন এসে প্রথম বলে ছক্কা, পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে তুলে দিলেন ক্যাচ। পঞ্চম বলে ব্রেন্ডন ম্যাককুলাম নেন ১ রান, শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন সেনাপতি ডোয়াইন ব্রাভো। অর্থাৎ নিজের দ্বিতীয় ওভারেই ১১ রান দিয়ে সাকিবের শিকার ৩ উইকেট! শেষ পর্যন্ত ফিগার ২-০-২৩-৩। ক্যারিয়ারের ঐতিহাসিক দিনে দারুণ অর্জন। ২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাকিব। বাকি ইতিহাস সবার জানা। আজ তিনি বিশ্বের অন্যতম সফল অলরাউন্ডার। বৃষ্টির জন্য ১২ ওভারে ত্রিনাবাগের সামনে ১৩০ রানের জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল। হাসিম আমলা (২৮ বলে ৩৭) আর কলিন মুনরোই (২৬ বলে ৩৮) যা একটু করেছেন, সাকিব-রাসেলদের (২/২৭) দুরন্ত বোলিংয়ের সামনে বাকিরা পুরোপুরি ব্যর্থ। কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৭ উইকেটে ১১০-এ থামে ডিজে ব্রাভোর ত্রিনবাগো।
×