ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেপার্স কেলেঙ্কারি পানামা সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন স্টিগলিজ

প্রকাশিত: ০৩:৫৩, ৭ আগস্ট ২০১৬

পেপার্স কেলেঙ্কারি পানামা সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন স্টিগলিজ

নোবেল পুরস্কার জয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ পানামা সরকারের গঠন করা উপদেষ্টা প্যানেল থেকে পদত্যাগ করেছেন। ‘পানামা পেপার্স’ নামে পরিচিতি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর পানামা সরকার পানামার অস্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা পর্যালোচনার জন্য এ প্যানেল গঠন করেছিল। খবর বিবিসি। পানামার আইনী প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁস হওয়ার পর বিশ্বের ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের বিপুল অঙ্কের কর ফাঁকি দেয়ার তথ্য উন্মুক্ত হয়ে যায়। স্টিলগিজ ও সুইজারল্যান্ডের দুর্নীতি দমন বিশেষজ্ঞ মার্ক পিথ সাত সদস্যের ওই প্যানেলে যোগ দিয়েছিলেন। পিথও পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছেন, পানামা সরকার উন্মুক্ত তদন্ত করতে দিতে অনিচ্ছুক। সাত সদস্যের এ প্যানেলে পানামার বিশেষজ্ঞরাও আছেন। স্টিগলিজ বলেন, আমি সরকারকে আরও প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবেচনা করেছিলাম, কিন্তু নিশ্চিতভাবে তারা তা নয়। তারা যেভাবে আমাদের দুর্বল করার চেষ্টা করেছে, তা আশ্চর্য হওয়ার মতো। পানামার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পানামা সরকার উভয়ের পদত্যাগের কারণ এবং অভ্যন্তরীণ পার্থক্যগুলো বুঝতে পেরেছে। এতে আরও বলা হয়, তারা স্বচ্ছতা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে সত্যিকারভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রণালয়টি জানিয়েছে, প্যানেলের প্রাথমিক প্রতিবেদনে দেয়া পরামর্শ অনুযায়ী তারা ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে এবং অন্যগুলো বিবেচনা করে দেখছে।
×