ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে রাজশাহীতে সমাবেশ

প্রকাশিত: ২৩:২২, ৬ আগস্ট ২০১৬

আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে রাজশাহীতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, সাংবিধানিক স্বীকৃতি ও বাদপড়া আদিবাসীদের অবিলম্বে গেজেটে অন্তর্ভূক্ত করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ। আজ শনিবার বেলা ১১ টায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহানগরীর গনকপাড়া মোড় থেকে মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতী ভূষণ মাহাতোর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহতো, সাংগঠনিক সম্পাদক ও রাবি শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক দিলীপ পাহান, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, রাজশাহী কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক দুলাল মাহাতো। এছাড়া সমাবেশ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদকও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস, আদিবাসী যুব পরিষদেও রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু।
×