ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনুভূতি জমা রাখার যন্ত্র

প্রকাশিত: ০৪:০০, ৬ আগস্ট ২০১৬

অনুভূতি জমা রাখার যন্ত্র

নিউজিল্যান্ডে একটি শহরে বসানো হয়েছে এমন একটি যন্ত্র যেখানে মানুষ তাদের অনুভূতি জানাতে পারবেন। তবে এটি থেকে টাকা জমা দেয়া বা তোলা যাবে না। এই যন্ত্র মানুষের আবেগ বা অনুভূতি জমা রাখবে। যন্ত্রটিতে রয়েছে এক হাজার রকম অনুভূতি প্রদর্শন করা একটি স্পর্শকাতর স্ক্রিন। এটি স্পর্শ করে যে কেউ নিজের অনুভূতি জানাতে বা জমা করতে পারবেন। ওয়াংগারেই শহরে যন্ত্রটি বসানো হয়েছে। এর আগে ওয়েলিংটন ও অকল্যান্ডেও যন্ত্রটি বসানো হয়েছিল। এ থেকে শহরের মানুষের অনুভূতি সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহরে যন্ত্রটি বসানো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন, যাতে সব নাগরিক সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। -বিবিসি
×