ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীর মৃত্যু, পুলিশ হত

সোনারগাঁও থানায় মামলা ॥ তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৮:১৩, ৫ আগস্ট ২০১৬

সোনারগাঁও থানায় মামলা ॥ তদন্ত কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ আগস্ট ॥ সোনারগাঁয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যু এবং স্থানীয় লোকজনের ইটপাটকেল নিক্ষেপ ও গণপিটুনিতে পুলিশ কনস্টেবল আরিফুজ্জামান আরিফের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে সরকারী কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও মারধরে কনস্টেবলের মৃত্যুর ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ কনস্টেবল আরিফুজ্জামানের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ মানিকগঞ্জ পৌরসভার সুসন্দা গ্রামে নিয়ে যান। এছাড়া মতিনের লাশও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, যেহেতু একই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, তাই একটি মামলা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি।
×