ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সন্দেহজনক গতিবিধি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে ১৫ ভার্সিটি ছাত্র আটক

প্রকাশিত: ০৫:৪০, ৫ আগস্ট ২০১৬

সন্দেহজনক গতিবিধি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত  থেকে ১৫ ভার্সিটি  ছাত্র আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলা সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বৃহস্পতিবার ১৫ শিক্ষার্থীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিজিবি সূত্র জানায়, সিঙ্গারবিল সীমান্তে বিওপি ফাঁড়ির আশপাশ এলাকায় দুপুরের দিকে অপরিচিত এসব শিক্ষার্থী ঘোরাফেরা করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দাবি করে ঢাকা থেকে এসেছে। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো সালেহহীন, জাইম, রবিউল আলম, আবুল হাসনাত, আশেক মিয়া, জুনাঈদ হোসেন, মনিরুজ্জামান, নিয়াজ আহম্মেদ তুষার, তারেক আহম্মেদ, মোঃ আরিফ, মোঃ মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আলমগীর হাসান, মোঃ ঈমন, ইয়াহিয়া হোসেন সাজ্জাদ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ জানান, জঙ্গীবাদের সঙ্গে আটককৃতদের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
×