ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৩৭, ৫ আগস্ট ২০১৬

উবাচ

কেক স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট বাংলাদেশীদের আবেগের বিশাল অংশ জুড়ে আছে। ৭৫-এর এই দিনে জাতির পিতা সপরিবারে নিহত হন। খুনীরা ছাড়েনি শিশু রাসেলকেও। এ দিনে সত্যিকার জন্মদিন হলেও মানুষ পালন করতে দ্বিধাবোধ করে। জাতির এত বড় শোকের দিনে কেক কেটে রং ঢং করা কি সত্যিই খুব দরকার? বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই দিনে একটি ভুয়া জন্মদিন পালন করেন। কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ১৫ আগস্টে কেক না কাটার আহ্বান জানালেন খালেদা জিয়াকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তার আয়োজিত এক মতবিনিময় সভায় কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু হত্যার দিনটিকে জন্মদিন হিসেবে পালন না করার আহ্বান জানান। বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার সঙ্গে যখন কথা হয়েছে তখন তাকে বলেছি, আপনার জন্মদিন আরও পরে পালন করা যায় না? তিনি বলেছেন, আমিও চাই তার মৃত্যু দিবসে শোক প্রকাশ করতে। তবে নেতা-কর্মীদের চাপে করতে পারছি না। যিনি নেতা-কর্মীদের চাপে ন্যায়কে ন্যায় বলতে পারে না, তাঁকে নেতা বলতে আমার কষ্ট হয়। একই অনুষ্ঠানে বিএনপি পন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী একই অনুরোধ জানিয়ে বলেন, খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন না করে শোক প্রকাশ করবেন। উল্লেখ্য, ১৫ আগস্ট ছাড়াও বেগম খালেদা জিয়ার আরও দুটি জন্মেিদনর খোঁজ পাওয়া যায়। তাঁর পাসপোর্ট এবং প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যে জীবনী প্রকাশিত হয় সেখানে ভিন্ন ভিন্ন জন্মদিনের কথা জানা যায়।
×