ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতারণার শিকার তিন শ’ বাংলাদেশীসহ দেড় হাজারের বেশি শ্রমিক

আগামী মাসে বন্ধ হচ্ছে ট্রাম্প তাজমহল ক্যাসিনো

প্রকাশিত: ০৩:৪৩, ৫ আগস্ট ২০১৬

আগামী মাসে বন্ধ হচ্ছে  ট্রাম্প তাজমহল  ক্যাসিনো

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তৈরি একটি ক্যাসিনো বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে ট্রাম্পের প্রতারণার শিকার হলেন তিন শতাধিক বাংলাদেশী ও আট শতাধিক দক্ষিণ এশীয়সহ দেড় হাজারের বেশি শ্রমিক। লোকসান ও শ্রমিক ধর্মঘটের কারণ দেখিয়ে বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ‘ট্রাম্প তাজমহল ক্যাসিনো’ সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে বন্ধের ঘোষণা দিয়েছে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ট্রপিকানা এন্টারটেনমেন্ট। ক্যাসিনোর মালিক কার্ল আইকান এ ঘোষণা দেয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিক-কর্মচারীরা। ১৯৯০ সালে ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ক্যাসিনোটি ২০১৪ সালে লোকসানের অজুহাত দেখিয়ে ট্রাম্পের কাছ থেকে কিনে নেয় ‘আইকান এন্টারপ্রাইজ’। ন্যায্য পারিশ্রমিক ও স্বাস্থ্য বিমার দাবিতে ১ জুলাই থেকে এই ক্যাসিনোর শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ (আসাল) বুধবার ক্যাসিনোর সামনে বিক্ষোভের সময়ই কর্তৃপক্ষ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। এমন সিদ্ধান্তকে অমানবিক, অনৈতিক ও যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী ও বেআইনী বলে অভিহিত করেন এই এলায়েন্সের জাতীয় সভাপতি মাফ মিসবাহ। বিক্ষোভে আরও বক্তব্য রাখেন আসালের নিউজার্সি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারুক হোসেন, সেক্রেটারি ছিটুভাই পাটেল, কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট খান শওকত, জাতীয় কমিটির পরিচালক জেড মেটালন এবং লেবার ইউনিয়ন ‘ইউনাইটেড হিয়ার’ লোকাল-৫৪’র প্রেসিডেন্ট বব ম্যাকডেভিট।
×