ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আরামবাগের প্রথম জয়

প্রকাশিত: ০৬:৫২, ৪ আগস্ট ২০১৬

আরামবাগের প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ দুটি দলই চলমান ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মোটামুটি ভাল খেলছে। একটি হচ্ছে উত্তর বারিধারা ক্লাব, আরেকটি আরামবাগ ক্রীড়া সংঘ। দ্বিতীয় দলটি তো এবারের ফেডারেশন কাপে রানার্সআপ দল। প্রথম দলটি চলমান লীগে শেখ রাসেলকে হারিয়ে তুলে নেয় নিজেদের ক্লাব ইতিহাসের সেরা জয়। দল দুটি বুধবার এমএ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হয়। দুই দলেরই ভাবনায় ছিল জয়। কিন্তু ভাবনা সঠিক হয়েছে। একটি দলের বেলায়। দলটি আরামবাগ ক্রীড়া সংঘ। তারা ২-১ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। বারিধারা আফসোস করতেই পারে। কেননা, ম্যাচে তার আগে গোল করেও হেরেছে! ৩ খেলায় এটা আরামবাগের প্রথম জয়। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে এটা বারিধার দ্বিতীয় হার। পয়েন্ট ৩। বারিধারার লক্ষ্য ছিল আরামবাগকে হারিয়ে অঘটন ঘটানো। তবে সেটা ঘটাতে পারেনি তারা। আগের ম্যাচে দলের গিনি ডিফেন্ডার সিলা মোহাম্মদ পায়ে চোট পান। এজন্য খেলতে পারেননি বুধবারের ম্যাচে। আরামবাগের ঘানাইয়ান ডিফেন্ডার ইসা ইউসুফ দলের আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় খেলতে পারেনি। বুধবার তিনি মাঠে নামলে লাভবানই হয় তার দল। এছাড়া মিডফিল্ডার রবিউল হাসানের অভিষেক হয় এবারের লীগে। ১৯ মিনিটে এগিয়ে যায় বারিধারা। ডানপ্রান্ত দিয়ে ডিফেন্ডার মনির আলমের লব থেকে মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেনের দর্শনীয় হেড আরামবাগের জালে জড়ায় (১-০)। ২৬ মিনিটে বারিধারার বড় ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আরামবাগ। তা থেকে নাইজিরিয়ান ফরোয়ার্ড কেস্টার এ্যাকনের ডান পায়ের চমৎকার শটটি গোলরক্ষক রাজিবকে বোকা বানিয়ে জালে ঢোকে (১-১)। ৮১ মিনিটে বারিধারার ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কৌনিক শটে বারিধারার জালে বল পাঠান আবারও সেই কেস্টার (২-১)। বাকি সময়টায় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।
×