ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বান্ডচেন

প্রকাশিত: ০৬:৪৯, ৪ আগস্ট ২০১৬

উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বান্ডচেন

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র দুইদিন বাকি। যদিও শুক্রবার থেকেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ৩১তম অলিম্পিক আসরের। এবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক। তবে মারাকানা স্টেডিয়ামে রাত ৮টায় যখন রিও’তে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে, তখন বাংলাদেশ সময় থাকবে শনিবার ভোর ৫টায়। যেহেতু রিও ডি জেনিরোর সময়ের সঙ্গে ৯ ঘণ্টা যোগ করে বাংলাদেশ সময় হিসেব হবে। আর তাই বাংলাদেশ সময় অনুযায়ী শনিবারই মূলত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে। আর এ অনুষ্ঠান মাতাবেন ব্রাজিলের সুপার মডেল গিজেল বান্ডচেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর উদ্বোধনী অনুষ্ঠান যেমন মাতাবেন বান্ডচেন। তেমনি যতটা বেশি উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে। আয়োজন ও অংশগ্রহণের ব্যাপকতায় প্রতিবারই অলিম্পিক আগের সব আসরকে ছাড়িয়ে যায়। জাঁকজমক উদযাপনের ক্ষেত্রেও অলিম্পিকের তুলনা হয় না। এবার উৎসবের দেশ ব্রাজিলে হচ্ছে অলিম্পিক। বোঝাই যাচ্ছে, কতটা আকর্ষণীয় হবে উদ্বোধনী আয়োজন। এ আয়োজনের প্রস্তুতিও চলছে পুরোদমে। ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য তো থাকছেই। সঙ্গে থাকছে অনেক চমক। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে নাকি হাজির হবেন ৭৮ হাজার দর্শক! এই অনুষ্ঠানটি বিশ্বের তিন বিলিয়ন মানুষ টিভিতে সরাসরি দেখবেন। আয়োজনে মূলত কি কি থাকছে, তা নিয়ে অবশ্য লুকোচুরি খেলা হচ্ছে। গোপন রাখা হচ্ছে সবকিছু! তবে আন্তর্জাতিক গণমাধ্যম তো আর বসে নেই। আয়োজনে কি কি হবে, তা বের করার চেষ্টা চলছে। সূত্রে জানা গেছে, উদ্বোধনী আয়োজনে ব্রাজিলের ঐতিহ্যবাহী বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনাই অধিক গুরুত্ব পাবে। সহস্রাধিক এ্যাথলেট জাতীয় পতাকা হাতে প্যারেড করবেন। ব্রাজিলের এক ডজন ‘সাম্বা স্কুল’ থেকে আসা শতাধিক নৃত্যশিল্পী আদিম পোশাক পরে সাম্বার তালে নাচাবেন দর্শকদের। সুরের মায়াজালে দর্শকদের মোহিত করতে থাকছেন ব্রাজিলের বিখ্যাত সব সঙ্গীতশিল্পী। লাইট এ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ব্রাজিলে পর্তুগীজ উপনিবেশের ইতিহাস। কিংবদন্তি ব্রাজিলিয়ান মডেল বান্ডচেন ক্যাটওয়াকের মাধ্যমে মঞ্চ আলোকিত করবেন। ক্যাটওয়াকের বড় একটি অংশজুড়ে থাকবেন মেইনস্ট্রিম ফ্যাশন ইন্ডাস্ট্রির সব ধারণা বদলে দেয়া ট্রান্সজেন্ডার মডেল লিটি। অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন ট্রান্সজেন্ডার মডেল মঞ্চ মাতাবেন। আয়োজক কমিটির কো-আর্টিস্টিক চীফ ফার্নান্দো মেরিলেস বলেছেন, ‘আমরা এমন কিছু করব যা ব্রাজিল এমনকী সারাবিশ্বে কোনদিন হয়নি। সেই অসাধারণ উপস্থাপনা দেখতেই অধীর আগ্রহে সারাবিশ্ব। বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’? এ প্রশ্নও থাকছে। জবাবও বিশ্ব মিডিয়া থেকে মিলছে। দক্ষিণ এশিয়া থেকে অলিম্পিকের সম্প্রচার স্বত্ব কিনেছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। বাংলাদেশ সময় এটি শুরু হবে ৬ আগস্ট ভোর পাঁচটায়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই অনুষ্ঠান দেখা যাবে স্টার স্পোর্টস ১, ২, ৩, ৪ ও এইচডি চ্যানেলে। অলিম্পিকের বিভিন্ন ইভেন্টও এসব চ্যানেলে দেখা যাবে। এ উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় একটি দিকও থাকছে। আর সেটি হচ্ছে বান্ডচেন যখন মঞ্চ মাতাতে থাকবেন, এমন সময় এক কিশোর এসে তাকে শ্লীলতাহানি করবে। মডেল দাঁড়িয়ে গান গাইবেন। হঠাৎছুটে এসে আক্রমণ করে শ্লীলতাহানী করতে ছুটে আসবে এক কিশোর। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে থিম ফুটিয়ে তোলা হবে, তারই অঙ্গ হিসেবে থাকবে এই দৃশ্য। অনুষ্ঠানেই দেখানো হবে ওই কিশোরকে পরে দুই পুলিশ ধরে ফেলে। তবে শেষ অবধি সিনেমার মতো সব ঠিক হয়ে যায়, বান্ডচেন সেই কিশোরকে ভালবেসে ফেলে।
×