ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:২৬, ৩ আগস্ট ২০১৬

চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ উভয় দলই পরস্পরের জন্য অজানা প্রতিপক্ষ। কারণ এ মৌসুমের স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং গত লীগে দু’দলের কোন মোকাবেলা হয়নি (লীগে অবশ্য একটি ছিল না চ্যাম্পিয়নশিপ লীগ খেলার কারণে)। দুটি দলই চলমান ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মোটামুটি ভাল খেলছে। একটি হচ্ছে উত্তর বারিধারা ক্লাব, আরেকটি আরামবাগ ক্রীড়া সংঘ। দ্বিতীয় দলটি তো ফেডারেশন কাপে রানার্সআপই হয়ে গেল, প্রথম দলটি চলমান লীগে শেখ রাসেলকে হারিয়ে তুলে নেয় নিজেদের ক্লাব ইতিহাসের সেরা জয়। দল দুটি আজ এমএ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে। দুই দলেরই ভাবনায় আছে জয়। উত্তর বারিধারার কোচ রাশেদ আহমেদ পাপ্পু বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি খেলে ঢাকা চলে গিয়েছিলাম পুরো দলকে নিয়ে। বুধবার আমরা জেতার লক্ষ্যেই মাঠে নামব। গত ম্যাচে হেরেছিলাম। ওই ম্যাচে যেসব ভুল হয়েছে আমাদের, সেগুলো নিয়ে ঢাকায় ফিরে কাজ করেছি। আশা করি আরামবাগের বিপক্ষে এই ভুলগুলো আর হবে না।’ পাপ্পু আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য আরামবাগকে হারিয়ে অঘটন ঘটানো। গত ম্যাচে আমাদের গিনি ডিফেন্ডার সিলা মোহাম্মদ পায়ে চোট পেয়েছিল। ডাক্তার বলেছেন এই চোট সারতে ১৫-২০ দিন লাগবে। কাজেই ওকে হারানোটা আমাদের জন্য বড় একটা ধাক্কাই। তারপরও আমরা হাল ছাড়তে রাজি নই। পয়েন্টের জন্য সর্বোচ্চ লড়াই করব। আমাদের লক্ষ্য থাকবে আক্রমণাত্মক খেলা। জোর দেব মাঝ মাঠেও, যেন রক্ষণভাগের ওপর চাপ কম পড়ে।’ আরামবাগের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘গত ম্যাচে আমরা হেরেছি। এই ম্যাচে বারিধারাকে হারিয়ে আবারও ফিরে আসতে চাই। তবে বারিধারাকে হারানো এত সহজ হবে না। তারা ভাল দল। তারা শেখ রাসেলের মতো দলকে হারিয়েছে।’ টিটু নিজের দল প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। দলের ঘানাইয়ান ডিফেন্ডার ইসা ইউসুফ গত ম্যাচে লাল কার্ড পাওয়াতে খেলতে পারেনি। তবে বুধবার সে বারিধারার বিপক্ষে খেলতে পারবে। এটা আমাদের দলের জন্য ইতিবাচক। জয়ের বিষয়ে আমি আশাবাদী।’ একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের। দুই দলই দু’বারের লীগ চ্যাম্পিয়ন। এবারের স্বাধীনতা কাপে ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। গত লীগে দুটি দলই ছিল পাশাপাশি অবস্থানে। ব্রাদার্স পঞ্চম, মুক্তি ষষ্ঠ। ওই লীগে প্রথম সাক্ষাতে জেতে ব্রাদার্স (৫-২), ফিরতি সাক্ষাতেও তাই (৩-২)। কাজেই মুক্তিযোদ্ধা যে বুধবারের ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে, সেটাই স্বাভাবিক। মুক্তিযোদ্ধার অধিনায়ক-ডিফেন্ডার সাইদুল হক বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ব্রাদার্স। তাদের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়ার জন্যই খেলব। এজন্য আক্রমণ করে খেলব। আমাদের দলের শক্তিমত্তা হচ্ছে বিদেশী ফুটবলাররা ভাল খেলছে। তাদের ঠিকমতো সাহায্য করে যাচ্ছে লোকাল খেলোয়াড়রা।’ গত ম্যাচে মুক্তিযোদ্ধা আরামবাগের বিপক্ষে যেভাবে প্রাধান্য বিস্তার করে খেলে জিতেছে, বুধবার ব্রাদার্সের বিপক্ষেও একইভাবে খেলে জয় কুড়িয়ে নিতে চায়। ‘জেতার জন্য আত্মবিশ^াসের কোন কমতি নেই আমাদের।’ সাইদুলের ভাষ্য। ব্রাদার্সের অধিনায়ক-মিডফিল্ডার ইবায়েদ হোসেন কমল বলেন, ‘গত দুই ম্যাচেই আমরা ড্র করেছি। তৃতীয় ম্যাচ মুক্তিযোদ্ধার বিপক্ষে। এই ম্যাচেও আর ড্র করতে চাই না। এবার চাই জিততে।’ দলটির মূল সমস্যা হচ্ছে, ভালভাবে শুরু করলেও আগে গোল হজম করে বসে। তারপর কোনমতে গোল দিয়ে ড্র করে। পর পর দুটো ম্যাচেই এমনটা ঘটেছে। দলের রক্ষণভাগ এবং গোলরক্ষণে কিছুটা সমস্যা হচ্ছে বলেন জানান কমল। বলেন, ‘এ নিয়ে আমরা সতর্ক। মুক্তিযোদ্ধার বিপক্ষে খেলায় আমাদের দলে ২-১টি পরিবর্তন আসতে পারে। চোট কাটিয়ে ফিরেছে ঘানাইয়ান ফরোয়ার্ড আউদু ইব্রাহিম। তবে সে বুধবারের ম্যাচে খেলবে কিনা, সেটা আমাদের কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে দলের অধিনায়ক হিসেবে দলের শক্তি বাড়াতে আমি অবশ্যই চাইব আউদু খেলুক।’ সবশেষে কমল আবারও বলেন, ‘লীগে প্রতি ম্যাচেই আমরা আগে গোল খেয়ে পরে গোল শোধ করে ড্র করছিÑ এই সমস্যা থেকে যেভাবেই হোক বের হয়ে আসতে হবে।’
×