ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলারি ক্লিনটন শয়তান ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:৪৮, ৩ আগস্ট ২০১৬

হিলারি ক্লিনটন শয়তান ॥ ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হতে পারে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে ‘শয়তান বলেও অভিহিত করেছেন’। ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমায়ুুন খানের পিতা-মাতার পক্ষ থেকে ট্রাম্পের কড়া সমালোচনা এবং ট্রাম্পের পাল্টা জবাব নিয়ে নির্বাচনী প্রচারাভিযান যখন জমে উঠতে শুরু করেছে এ রকম এক সময় ট্রাম্প এই অভিযোগ করলেন। অনেকে মনে করছেন খিজির খানের সঙ্গে বিতর্ক এড়াতেই নতুন বিষয়ের অবতারণা করলেন ট্রাম্প। খবর গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে সোমবার ট্রাম্প বলেন, নির্বাচনে ‘কারচুপি’ হওয়ার আশঙ্কা রয়েছে। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন থেকে প্রথমে নিহত হুমায়ুন খানের পিতা খিজির খানের পক্ষ থেকে ওঠা অভিযোগ ও ট্রাম্পের জবাব, এরপর আবার অভিযোগ ও পাল্টা জবাব; সব মিলিয়ে ট্রাম্পের একটি সপ্তাহ বেশ অস্বস্তিতে কাটে। এসব অভিযোগ থেকে রেহাই পেতে ট্রাম্প কেবল নতুন বিষয়ই সামনে আনলেন না প্রতিপক্ষ হিলারিকে ‘শয়তান’ বলে গাল দিলেন। কেবল হিলারি নয় মিডিয়াকেও একহাত দেখে নিতে ছাড়েননি ৬৯ বছর বয়সী নিউইয়র্কের ধনকুবের। টিভি চ্যানেল সিএনএনকে তিনি অভিহিত করেন ‘ক্লিনটন নিউজ নেটওয়ার্ক’ বলে। ট্রাম্প যেভাবে খিজির খানের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক ও ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টিরও অনেক সিনিয়র নেতা সেটিকে ভালভাবে গ্রহণ করেননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হতে পারে এ ধরনের অভিযোগ প্রায় নজিরবিহীন ঘটনা। কোন একটি বড় দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এ ধরনের অভিযোগ করেছেন, নিকট অতীতে এমন কোন নজির নেই। সোমবারের নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, আমি আসলেই মনে করি যে নির্বাচনে কারচুপি হতে পারে। সোমবার রাতে ফক্স নিউজের শন হানিটিকে ট্রাম্প বলেন, ৮ নবেম্বরের নির্বাচন নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ নির্বাচনে কারচুপি হতে পারে। রিপাবলিকানদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেন তাদের অর্জন কেউ ছিনিয়ে নিতে না পারে। তিনি এ দিন পেনসিলভানিয়ার মেকানিক্সবার্গের একটি স্কুলে অনুষ্ঠিত সমাবেশে হিলারিকে শয়তান বলে অভিহিত করেন। প্রায় এক ঘণ্টার ওই বক্তৃতায় মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর মতো বিভিন্ন প্রসঙ্গ আসে। ট্রাম্প অভিযোগ করেন, ন্যাটোর সদস্যরা জোটকে দেয় অর্থ ঠিকমতো পরিশোধ করছেন না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যখন কোন বেকায়দায় পড়েন তা থেকে সবার দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য দ্রুত প্রতিপক্ষের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ হানা শুরু করে দেন। তিনি কখনও নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন না। বরং প্রতিপক্ষকে আক্রমণের নিশানা বানান।
×