ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়াল, বার্সা, বেয়ার্ন, লিভারপুল, পিএসজির জয়

প্রকাশিত: ০৫:৫৮, ১ আগস্ট ২০১৬

রিয়াল, বার্সা, বেয়ার্ন, লিভারপুল, পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সবার দৃষ্টি ছিল লিওনেল মেসির দিকে। ব্যর্থতার ভারে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেয়ার পর এতদিন মাঠের বাইরে ছিলেন ফিফা সেরা তারকা। শনিবার বিরতি কাটিয়ে ফের ময়দানী লড়াইয়ে নামেন ক্ষুদে জাদুকর। ক্লাব দল বার্সিলোনার হয়ে খেলেন প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে। কিন্তু মাঠের লড়াইয়ে আলো ছড়াতে পারেননি মেসি। তার দল বার্সা ডাবলিনে সেল্টিককে সহজেই ৩-১ গোলে হারালেও মেসি ছিলেন অনুজ্জ্বল। একই টুর্নামেন্টে পরশুর অন্য ম্যাচে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদিদ, বেয়ার্ন মিউনিখ, লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর জোড়া গোলে ভর করে রিয়াল ৩-২ গোলে হারায় ইংলিশ পরাশক্তি চেলসিকে। এই ম্যাচে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না খেললেও জয় পেতে সমস্যা হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারায় ইতালির ইন্টার মিলানকে। বাভারিয়ানদের হয়ে হ্যাটট্রিক করেন জুলিয়ান গ্রিন। অপর গোলটি করেন ফ্রাঙ্ক রিবেরি। ইংলিশ ক্লাব লিভারপুল ২-০ গোলে পরাজিত করে ইতালির এসি মিলানকে। দ্য রেডসদের হয়ে গোল করেন ডিভক অরিজি ও রবার্টো ফিরমিনো। ফরাসী চ্যাম্পিয়ন পিএসজির কাছে রীতিমতো নাকাল হয়েছে গত মৌসুমে ইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া লিচেস্টার সিটি। সম্মিলতি নৈপুণ্যে পিএসজি ৪-০ গোলে হারায় লিচেস্টারকে। শনিবার সুইডেনের গোথেনবার্গ শহরে প্রীতি ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জ¬াতান ইব্রাহিমোভিচ প্রথমবারের মতো এই ম্যাচের মধ্য দিয়ে রেড ডেভিলদের জার্সি গায়ে মাঠে নামন। তাও আবার নিজ দেশের মাটিতেই। ম্যাচে দৃষ্টিনন্দন এক গোল করে নয়া ক্লাবে অভিষেক উজ্জ্বল করেন কিছুদিন আগে সুইডেন জাতীয় দল থেকে অবসর নেয়া ইব্রা। ম্যাচে ম্যানইউ ৫-২ গোলে হারায় গালাতাসারেকে। অধিনায়ক ওয়েন রুনি করেন জোড়া গোল। স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে বার্সিলোনা। কিন্তু প্রধান তারকা মেসি গোল না পাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। মৌসুমের প্রথম ম্যাচে স্বরূপে দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে। ৪৫ মিনিট মাঠে থেকে পাননি কোন গোলের দেখা। ম্যাচের শুরুতেই বেশ কয়েকবার বার্সিলোনার রক্ষণভাগে আতঙ্ক ছড়ান সেল্টিকের ফরোয়ার্ডরা। বিশেষভাবে নজর কাড়েন প্যাট্রিক রবার্টস। ম্যাচের ১৩ সেকেন্ডেই গোলের দেখা প্রায় পেয়ে যাচ্ছিলেন ইংল্যান্ডের তরুণ এই ফুটবলার। কিন্তু তার বাঁকানো শট চলে যায় গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে। ম্যাচের প্রথম গোলটি আসে কাতালানদের কাছ থেকেই। ১১ মিনিটে বার্সাকে এগিয়ে দেন আরডা টুরান। খুব বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি বার্সা। ২৯ মিনিটে সমতা ফেরান সেল্টিকের ফরোয়ার্ড লেই গ্রিফিথ। দুই মিনিট পরে সেল্টিক আরেকটি গোল হজম করে রক্ষণভাগের ভুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডিফেন্ডার ইফে এ্যামব্রোস। ৪১ মিনিটে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে দেন মুনির আল হাদ্দাদি। লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে ভুল হয়নি তরুণ এই স্প্যানিশ ফুটবলারের। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় বার্সা কোচ খেলিয়েছেন লা মেসিয়া থেকে উঠে আসা তরুণ ফুটবলারদের। মেসি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছিলেন মাঠের বাইরে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়ামের গ্যালারি বিশাল। দর্শক ধারণক্ষমতাও অনেক। যার প্রমাণ মিলেছে রিয়াল মাদ্রিদ-চেলসির ম্যাচে। ম্যাচটি দেখেতে গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। এক লাখ পাঁচ হাজার ৮২৬ দর্শক ম্যাচটি উপভোগ করেন। দুই বছর আগে রিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াইয়ে এক লাখ নয় হাজার ৩১৮ দর্শক হয়েছি মিশিগান স্টেডিয়ামে। এটাই ‘দ্য বিগ হাউস’ নামে পরিচিত স্টেডিয়ামটির রেকর্ড। এবার তার চেয়ে প্রায় চার হাজার দর্শক কম হয়েছে। রোনাল্ডো, বেল-বেনজেমারা এই ম্যাচে খেলবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবু এত দর্শকের উপস্থিতি অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে!
×