ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ থেকে দূরে রাখতে ভাল বই তুলে দিতে হবে শিক্ষার্থীদের হাতে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৬:০৬, ৩১ জুলাই ২০১৬

জঙ্গীবাদ থেকে দূরে রাখতে ভাল বই  তুলে দিতে হবে শিক্ষার্থীদের হাতে ॥  শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ভাল বই শিক্ষার্থীদের জঙ্গীবাদ থেকে দূরে রাখবে এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গীবাদ থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হবে। জঙ্গীবাদ প্রতিরোধে বই পড়া একটি ভাল উদ্যোগ। উগ্রবাদের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে তাদের হাতে ভাল বই তুলে দিতে হবে, যা তাদের মানবিকবোধ প্রসারিত করে, যা তাদের বিবেককে জাগ্রত করবে। শনিবার রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর সেরা সংগঠকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কর্মসূচীর আওতায় ঢাকা বিভাগের ১৫৩ জন সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গীবাদ এখন বৈশ্বিক সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে আমরাও জঙ্গীবাদের শিকারে পরিণত হচ্ছি। আমাদের দেশের উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছেলেদের দলে ভেড়ানো হচ্ছে। তিনি বলেন, শুধু ভাল গাড়ি চড়লে, বড় স্কুল-কলেজে পড়লেই হবে না। শিক্ষার্থীদের সবার আগে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বেশি বেশি ভাল বই পড়াতে হবে। এমন বই, যা তাদের বিবেক জাগ্রত করবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিন অনুপস্থিত থাকলেই কোন শিক্ষার্থী জঙ্গী এমন কথা আমরা বলিনি। এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমরা বলছি, ১০ দিন অনুপস্থিত থাকলে শিক্ষকরা এর কারণ খুঁজে দেখবেন। সাম্প্রতিক জঙ্গী হামলার সঙ্গে জড়িত যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম এসেছে তাদের আগেই সতর্ক করা হয়েছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সেসব বিশ্ববিদ্যালয়ে তিন বছর আগেই গিয়েছিলাম। তাদের যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু তারা কথা শোনেনি। এখন তার ফল পাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সৃজনশীল পদ্ধতি পুরোপুরি প্রয়োগ সম্ভব হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সৃজনশীল পদ্ধতির ওপর শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। কিন্তু সেটি নিয়ে শিক্ষকদের মধ্যে আরও কাজ করার উদ্যোগ কম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত সচিব ও সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহমুদ-উল-হক।
×