ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রকৃত মুসলিম কখনও জঙ্গী হতে পারে না

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ জুলাই ২০১৬

প্রকৃত মুসলিম কখনও জঙ্গী হতে পারে না

স্টাফ রিপোর্টার ॥ প্রকৃত মুসলিম কখনও সন্ত্রাসী বা জঙ্গী হতে পারে না। যারা ইসলামের শত্রু তারাই লেবাস পরিবর্তন করে সন্ত্রাসী কর্মকা-ে লিপ্ত হচ্ছে, তাদের উদ্দেশ্য ইসলামকে সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে চিহ্নিত করা। তাই ধর্মপ্রাণ মুসলিমদেরই সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রম প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দেশের মুসলিম সমাজ কোনক্রমেই জঙ্গী গোষ্ঠীকে ছাড় দেবে না। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে তাই ফুঁসে উঠেছে দেশের জনতা; ঐক্যবদ্ধ শক্তির কাছে অন্ধকারের অপশক্তিরা পরাজিত হবেই। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ জমিয়তে আহ্লে হাদিস আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে ধর্মীয় নেতারা এসব কথা বলেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আহ্লে হাদিস অনুসারীরা অংশগ্রহণ করেন। বংশাল নর্থ-সাউথ রোডের ওই মানববন্ধনে মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বেরাইদ, যাত্রাবাড়ী, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আগত মুসল্লিরা যোগ দিলে তা এক বিশাল মানববন্ধনে রূপ নেয়। এ সময় সংগঠনের সভাপতি অধ্যাপক মোবারক আলী বলেন, প্রকৃত মুসলিম কখনও সন্ত্রাসী বা জঙ্গী হতে পারে না।
×