ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমার মা আমার হিরো, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ॥ চেলসি

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ জুলাই ২০১৬

আমার মা আমার হিরো, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ॥ চেলসি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে একজন ‘চমৎকার, চিন্তাশীল ও উল্লসিত’ মা হিসেবে প্রশংসা করেছেন মেয়ে চেলসি ক্লিনটন। তিনি এতদিন রাজনৈতিক ডামাডোলের বাইরে থাকলেও ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) তিনি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মা হিলারির জন্য সমর্থকদের কাছে ভোট চান। খবর টাইমস অব ইন্ডিয়ার। ৩৬ বছর বয়সী চেলসি ক্লিনটন নিজের জীবন থেকে দৃষ্টান্ত টেনে বলেন, ‘শক্তির একটি স্তম্ভ হচ্ছে আমার মা’; তিনি এই বলে হিলারিকে ধন্যবাদ জানান। যখনই আমার মা কাজের জন্য বাইরে যেতেন কাগজে লিখে যেতেন তিনি বাইরে গেছেন। তিনি স্মরণ করেন, ১৯৯৪ সালে যখন তার মা যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি ছিলেন তখন তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা আইন পাসের চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। চেলসি বলেন, ‘আমি এটা খুব কাছ থেকে দেখেছিলাম। এটা ছিল একটা আঘাত। এটা ছিল চরম বেদনাদায়ক। আমার মা মন থেকে চেষ্টা করেছিলেন। কিন্তু আপনারা সবাই জানেন, তিনি ব্যর্থ হয়েছিলেন।’ তিনি বলেন, ‘আমার বয়স তখন ছিল ১৪। ওই ঘটনা দেখে সহ্য করা আমার জন্য ছিল অনেক কষ্টের। তবে আমার মা, তিনি ছিলেন বিস্ময়কর।’ তিনি বলেন, তার মা সবসময় কর্মস্পৃহা এবং অন্যের জন্য সমব্যথী দেখেছেন। আমার জীবনে যাই ঘটুক না কেন আমার মা প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলেন। আমার মা চায় এই মূল্যায়ন ও ভালবাসার অনুভূতিটা যেন প্রতিটি শিশুই তার মার কাছ থেকে পায়।
×