ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা নুসরা ফ্রন্টের

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ জুলাই ২০১৬

আল কায়েদার সঙ্গে  সম্পর্ক ছিন্নের  ঘোষণা নুসরা ফ্রন্টের

সিরীয়া জঙ্গী-জিহাদী গোষ্ঠী জাবহাত আল-নুসরা বা নুসরা ফ্রন্ট আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। প্রথমবারের মতো গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মেদ আল-জুলানির ধারণকৃত বার্তা প্রকাশ করা হয়েছে। এতে জিহাদি এই সংগঠনের নাম পাল্টে জাবহাত ফতেহ আল-শাম রাখা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর বিবিসির। সিরীয় অধিবাসীদের উপর যে অজুহাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রগুলো বোমা হামলা চালাচ্ছে সেই অজুহাত দূর করতেই তাদের এই পদক্ষেপ। তবে এর প্রতিক্রিয়ার যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠনই মনে করে যুক্তরাষ্ট্র। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কোন কারণ নেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ঘোষণা হতে পারে রিব্র্যান্ডিংয়ের কৌশল মাত্র। এর আগে আল কায়েদা জানিয়েছিল, তারা এই পদক্ষেপ সমর্থন করে।
×