ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসির হলো অব ফেমে মুরালিধরন

প্রকাশিত: ০৬:১৯, ২৮ জুলাই ২০১৬

আইসিসির হলো অব ফেমে মুরালিধরন

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শত্রু শিবির অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শকের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে তুমুল সামালোচনার মুখে মুত্তিয়া মুরালিধরন। নিজ দেশ তাকে মূল্যায়ন করেনি বলে জবাবটাও ভালই দিচ্ছেন লঙ্কান স্পিন গ্রেট। তিনি যে আসলেই লিজেন্ড, তুমুল এই বিতর্কের মাঝেও সেটিই প্রমাণ হলো। প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ‘হল অব ফেমে’ জায়গা করে নিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক। কিংবদন্তিদের অবদান স্মরণে ২০০৯ সাল থেকে ‘হল অব ফেম’ প্রচলন করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কা ছাড়া সেখানে সব টেস্ট খেলুড়ে দেশের খোলোয়াড়ের নামই অন্তর্ভুক্ত হয়। লঙ্কানদের গর্বিত করে এবার নাম লেখালেন ৪৪ বছরের মুরালি। তার সঙ্গে ‘হল অব ফেমে’ জায়গা পাওয়া অপর তিনজন হলেন সাবেক ইংলিশম্যান জর্জ লোম্যান, অস্ট্রেলিয়ার আর্থার মরিস ও অসি নারী ক্রিকেটার ক্যারেন রোল্টন। মুরালিকে ‘হল অব ফেমে’ জায়াগা দিতে পেরে আইসিসিও গর্বিত। সংস্থাটির নির্বাহী প্রধান ডেভিড রিচার্ডসন বলেন, ‘মুরালিধরন আধুনিক ক্রিকেটের ব্যতিক্রম এক নাম। বিস্ময়কর প্রতিভা। এমন প্রতিভা কালে কালে দু-এজন আসে। তাকে সম্মান জানাতে পেরে আমরাও সত্যি গর্বিত। যেমন গর্বিত লোম্যান, আর্থার ও রোল্টনকে অন্তর্ভুক্ত করে। এরা প্রত্যেকে নিজ প্রজন্মের অন্যতম সফল ক্রিকেট ব্যক্তিত্ব। আমি ব্যক্তিগতভাবে তাদের অভিনন্দন জানাই।’ ১৯৯২-২০১১ পর্যন্ত প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে ১৩৩ টেস্টে ৮০০ এবং ৩৫০ ওয়ানডেতে ৫৩৫ উইকেট শিকার করেছেন লঙ্কান ক্রিকেটের এই ঘূর্ণি জাদুকর। উভয় ভার্সনে যা এখনও সর্বোচ্চ উইকেটের রেকর্ড হিসেবে অম্লান। আধুনিক সময়ে অফস্পিনকে শিল্পে রূপ দিয়েছিলেন ক্যান্ডিতে জন্ম নেয়া এই বিরল প্রজাতির এই তামিল ক্রিকেটার। টেস্ট-ওয়ানডে মিলিয়ে ১ হাজারের বেশি উইকেট নেয়া মাত্র দ্বিতীয় বোলার তিনি। মুরালির আগে আইসিসির হল অব ফেমে স্থান পাওয়া সাবেক ক্রিকেটাররা হলেনÑ ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, মার্টিন ক্রো, স্যার ফ্রাঙ্ক ওরেল, স্যার গ্যারি সোবার্স, স্যার ভিভ রিচার্ডস, ডেনিস লিলি, ইয়ান বোথাম, স্যার ডন ব্র্যাডম্যান। তবে টেস্ট টেস্ট-ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকর এখনও পর্যন্ত উপেক্ষীত থাকলেও এই তালিকায় স্থান করে নেয়া তিন ভারতীয় হচ্ছেন বিষেন সিং বেদি, কপিল দেব, সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলে। ওদিকে অস্ট্রেলিয়ার পরামর্শক হওয়ায় নিন্দুকেরা যে ক্ষেপেছেন তার জবাব দিয়েছেন মুরালি। এই গ্রেট বলেছেন, লঙ্কান বোর্ড (এসএলসি) তার মূল্যায়ন করেনি বলেই একজন পেশাদার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে নতুন ভূমিকায় কাজ করছেন। তবে বোর্ডের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন আরেক গ্রেট কুমার সাঙ্গাকারা। শুধু টাকার জন্য মুরালি এমনটা করতে পারেন না বলেও মনে করেন তিনি। সাঙ্গাকারা বলেন, ‘মুরালি শ্রীলঙ্কার শ্রেষ্ঠ সন্তানদের একজন। তার আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন নেই। ও যে কোন দেশের পরামর্শক হতেই পারে। বরং তাকে লঙ্কান বোর্ড কেন কাজে লাগাচ্ছে না, সেটি ভেবেই আমি বিস্মিত। প্রস্তাব পেলে মুরালি কখনই ফিরিয়ে দেবে না। আমরা জানি সে দেশকে কি পরিমাণ ভালবাসে।’
×