ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিতে বোমা হামলাকারীর ছবি প্রকাশ আইএসের

প্রকাশিত: ০৩:৪১, ২৭ জুলাই ২০১৬

জার্মানিতে বোমা হামলাকারীর ছবি প্রকাশ আইএসের

জার্মানির দক্ষিণাঞ্চলীয় আন্সবাখ শহরে একটি সঙ্গীত উৎসবের বাইরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করে হামলাকারী যুবকের ছবি প্রকাশ করেছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের কথিত সংবাদ সংস্থা আমাকের অনলাইনে সোমবার এই হামলাকারীর ছবি প্রকাশ করা হয়। খবর এএফপি ও বিবিসির। জার্মানিতে আশ্রয় পেতে ব্যর্থ হওয়া এক ২৭ বছর বয়স্ক সিরীয় যুবক ওই আক্রমণ চালায়। আমাকের তথ্য অনুসারে, হামলাকারী ওই যুবকের নাম মোহাম্মদ দালিল। হামলার পর আইএস তাকে আইএস যোদ্ধা বলে দাবি করে। বাভারিয়ার কর্মকর্তারা বলছেন, আক্রমণকারীর তৈরি একটি মোবাইল ফোন ভিডিও তারা পেয়েছেন যাতে তাকে আইএসের নেতা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যাচ্ছে। ওই যুবক রবিবার রাত ১০ টার দিকে আন্সবাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত এবং আহত হয় আরও ১২ জন। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘটনার পর জনসমাগমের স্থানগুলোতে পুলিশ পাহারা বায়ানোর আদেশ দিয়েছেন। নিতার জন্য নিরাপত্তা ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী ও রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নিতা আম্বানি এখন থেকে ভিভিআইপি নিরাপত্তা সুবিধা পাবেন। দেশ ও বিদেশের সাম্প্রতিক অবস্থা বিবেচনায় তাকে পূর্ণ ‘ওয়াই’ ক্যাটাগরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার অর্থ ১০ জন সশস্ত্র ব্যক্তি তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। তার স্বামী দেশটির সেরা ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি জেড ক্যাটাগরির (৪০ কমান্ডো) নিরাপত্তা পেয়ে আসছেন। -এনডিটিভি জ্বালানিবান্ধব শপিংমল জর্দানের প্রথম জ্বালানিবান্ধব শপিংমলটি সম্প্রতি রাজধানী আম্মানে উদ্বোধন করা হয়েছে। আবদালি মল নামের শপিং কমপ্লেক্সটির তাপমাত্রা নিয়ন্ত্রণ, আলো, পানি সরবরাহ সবকিছুই সৌর শক্তিনির্ভর। ২ লাখ ২৭ হাজার বর্গমিটার আয়তনের তিনতালাবিশিষ্ট স্থাপনাটি তৈরিতে বেশিরভাগ উপকরণ স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। চলতি মাসে আরও আগের দিকে এটি চালু হলেও অক্টোবরে শপিংমলটি ঘটা করে উদ্বোধন করা হবে। -টেলিগ্রাফ
×