ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জঙ্গীর জানাজা পড়ার লোক মেলে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৪:০৩, ২৫ জুলাই ২০১৬

জঙ্গীর জানাজা  পড়ার লোক মেলে না ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ এ দেশের মানুষ জঙ্গীবাদকে ঘৃণা করে। জঙ্গীর মৃত্যুর পর জানাজা পড়ার লোকও মেলে না বলে মন্তব্য করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) একেএম শহিদুল হক। তিনি বলেন, দেশের মানুষ যে জঙ্গীবাদকে ঘৃণা করে তার দৃষ্টান্ত শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনায় নিহত জঙ্গীর জানাজায়। অনেক মুসলমানকে ডাকাডাকি করার পরও জানাজায় শরিক হওয়ার লোক মেলেনি। শেষ পর্যন্ত ওই জঙ্গীর জানাজায় ইমাম ছাড়া কোন মানুষ অংশগ্রহণ করেনি। কক্সবাজারে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি শহিদুল হক এসব কথা বলেন। তিনি উপস্থিত আলেম সমাজ ও পুরোহিতদের মসজিদ-মন্দিরে জঙ্গীবাদবিরোধী প্রচার চালানোর আহ্বান জানান। রবিবার সকালে শহরের সৈকত এলাকার এক হোটেলের সম্মেলন কক্ষে পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
×