ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেপটিক ট্যাঙ্কে শিক্ষকের লাশ

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জুলাই ২০১৬

সেপটিক ট্যাঙ্কে শিক্ষকের লাশ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ জুলাই ॥ মঙ্গলবার রাতে মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকার নিজ বাড়ির সেপটিক থেকে গনি মাতুব্বর (৭০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ১০ বছর আগে শিরখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গনি মাতুব্বরের ছেলে রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার থেকে গনি মাতুব্বর নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় মঙ্গলবার সকালে তার স্ত্রী সদর থানায় একটি জিডি করেছিলেন। মঙ্গলবার বিকেলে দুর্গন্ধ বের হলে সেপটি ট্যাংকের মধ্য থেকে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর পৌর সদরের বিএনখান ডিগ্রী কলেজ সরকারীকরণের দাবিতে ষষ্ঠ দিনের ন্যায় বুধবার সকালে ক্লাস বর্জন করে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ১ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন এবং উপজেলা পরিষদের মূল ফটকের সামনের ইচলাদী-উজিরপুরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। প্রায় দু’ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালীন সড়কের দুই পার্শ্বে শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কলেজ গবনিং বডির সদস্য এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক শঙ্কর মজুমদার, অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ওঝা, অধ্যাপক এটিএম নজরুল ইসলাম, শাহানা আক্তার শেলি, শিক্ষার্থী মোঃ সোহাগ, জুনায়েদ খান সিয়াম প্রমুখ। শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে ২ জনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২০ জুলাই ॥ ঝিনাইগাতীতে বিদ্যুতস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। ২০ জুলাই বুধবার সকালে উপজেলার দুধনই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হচ্ছে স্থানীয় আবু তালেব ও আব্দুল খালেক। জানা যায়, ঝিনাইগাতী উপজেলার দুধনই গ্রামের আব্দুল খালেকের ধানক্ষেতে বিদ্যুতের একটি তার নিচের দিকে ঝুলানো ছিল। বুধবার সকালে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ওই তারটি বাঁশের খুঁটি দিয়ে উপরে উঠাতে গেলে তারটি ছিঁড়ে শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আবু তালেব ও আব্দুল খালেক মারা যায়। চাঁপাইনবাবগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে বুধবার আজিজুল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রামে। চাঁপাই চরাঞ্চলে যৌথ অভিযান স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবঞ্জ ॥ জেলার সীমান্তের দুর্গম চরাঞ্চলে জঙ্গী, সন্ত্রাসীদের আস্তানা ও চোরাকারবারিদের উচ্ছেদে ৯ বিজিবির নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়েছে। যৌথবাহিনী সদর উপজেলার পদ্মাপারের উপজেলা চরনারায়ণপুর থেকে দুজনকে আটক করেছে। বুধবারের এ অভিযানে শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আব্দুস সালাম ও একই গ্রামের শরিফুল ইসলামকে আটক করে। এরা কুখ্যাত সন্ত্রাসী ও চোরাকারবারি হিসেবে এখানে অবস্থান করছিল। অপহৃত ছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর রূপাতলী থেকে অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে পটুয়াখালীর বড় গোপালদি এলাকা থেকে নারী অপহরণকারীকে গ্রেফতারসহ অপহৃত স্কুলছাত্রী সুমাইয়া তানজিলাকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী রূপাতলী হাউজিং এলাকার আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার সহকারী পরিচালক ও রূপাতলীর হাউজিং এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের কন্যা। চার জামায়াত নেতা জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ জুলাই ॥ কলাপাড়ায় চার জামায়াত নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমানের আদালত এ আদেশ দেন। এরা হলেন মাওলানা আবুল কাশেম, মাওলানা মাঈনুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম ও কাদির। এরা সবাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধিত ২০১৩ এর বিভিন্ন ধারা এবং রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষতি সাধনের চেষ্টা এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের দায়ের করা মামলার আসামি। ১৪ মে আজিমপুর গ্রামে জামায়াতের এসব নেতারা নারীকর্মীসহ মোঃ হাবিবুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিল। পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত খবরে হানা দিয়ে দুইজনকে গ্রেফতার করে। ওই ঘটনায় মহিপুর থানার এসআই মনিরুজ্জামান পাঁচ নারী কর্মীসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন। বাকি আসামিরা এতদিন পলাতক ছিলেন। বিএনপি নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ জুলাই ॥ আড়াইহাজারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে (হাবু) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আড়াইহাজার থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, বিস্ফোরকদ্রব্যসহ তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় হাবিবুর রহমানকে (হাবু) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ডিমলায় বজ্রপাতে নিহত এক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতে বাবলা রহমান (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিমছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাজারে। নিহত বাবলা উক্ত ইউনিয়নের কালীগঞ্জ ক্বারীপাড়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে। পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার বেলা এগারোটায় লক্ষ্মিকু-ায় পদ্মা নদীতে নৌকা ডুবে কৃষক তরিকুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। প্রতিদিনের ন্যায় তরিকুলসহ ১০/১২ কৃষক পদ্মা নদীর চরের জমিতে মুলা তুলতে যায়। ৮০ ঝুড়ি মুলাসহ নৌকায় বাড়ি ফিরতে থাকে। এ সময় নৌকাটি ডুবে যায়। অন্যান্য কৃষক সাঁতরে বেঁচে গেলেও তরিকুল গভীর পানিতে ডুবে যায়। প্রায় তিন ঘণ্টা ডুবুরিরা খুঁজে বেলা দু’টায় তার লাশ উদ্ধার করে। ইবিতে শিবির সন্দেহে মারধর ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে দুই ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগ। জঙ্গীবিরোধী মিছিল চলাকালে তাদের মারধর করা হয় বলে জানা গেছে। জানা যায়, বেলা ১১টার দিকে ক্যাম্পাসে জঙ্গীবিরোধী মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিল চলাকালে শিবির সন্দেহে অনুষদ ভবনে ইংরেজী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র আবু ছালেহ এবং মীর মশাররফ হোসেন একাডেমি ভবন থেকে আইন ও মুসলিম বিধান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র শাহেদকে মারধর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ২৫০ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ জুলাই ॥ বাগাতিপাড়ায় একটি বাগানের ২৫০ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান বাগান মালিক আফতাব আলী। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর ইসলাম ও বাগান মালিক আফতাব আলী জানান, তিনি গত কয়েক বছর ধরেই জমিটি লিজ নিয়ে সেখানে পেয়ারার চাষ করে আসছিলেন। বর্তমানে বাগানে পাঁচ শতাধিক ফলবান পেয়ারা গাছ রয়েছে। দুর্বৃত্তরা মঙ্গলবার রাতের কোন এক সময় তার বাগানের ২৫০ ফলবান পেয়ারা গাছ কেটে ফেলে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হামলা, লুট নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রিনা বেগম (৪০)নামে এক গৃহিণীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঐ গৃহিণীর বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও হামলা করে দুই লাখ টাকার মাল লুট করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার পবনকুল এলাকায়। পবনকুল এলাকার শাহবুদ্দিনের স্ত্রী রিনা বেগম জানান, একই এলাকার মৃত ইউসুফ আলী দেওয়ানের ছেলে ইদ্রিস বয়াতী কিছু দিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ইদ্রিস আলীর পরিবারকে জানানো হলে এ নিয়ে ইদ্রিস আলীর সঙ্গে রিনা বেগমের বাকবিত-া হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে ইদ্রিস আলী ও তার ছেলে সুজন, কাজল, মেয়ে রিনা আক্তারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে গৃহিণীর বাড়িতে প্রবেশ করে বেধড়ক পিটিয়ে জখম করে। লাকসামে প্রধান শিক্ষিকা সাসপেন্ড সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২০ জুলাই ॥ লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগমকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকে সাময়িক বরখাস্ত করেন। ম্যানেজিং কমিটির সদস্য মহি উদ্দিন বাহার ও গোলাম রাব্বানী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ এনে শিক্ষামন্ত্রী, সচিবসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
×