ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের পরিণতি

দমনাভিযানের শিকার অর্ধ লাখ

প্রকাশিত: ০৪:২০, ২১ জুলাই ২০১৬

দমনাভিযানের শিকার অর্ধ লাখ

তুরস্কে শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের পর ধরপাকড় অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। বুধবার পর্যন্ত সব মিলিয়ে ৫০ হাজারের বেশি ব্যক্তিকে বরখাস্ত ও আটক করা হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরোধী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়াকর্মীদের ওপর মঙ্গল সরকারের এই খড়গ নেমে আসে। সরকার বলেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদেরও ‘শুদ্ধি অভিযানের’ আওতায় আনা হচ্ছে। এরদোগান সরকার মনে করে অভ্যুত্থানের নেপথ্যে গুলেনের হাত রয়েছে। গুলেন অবশ্য দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। খবর বিবিসি ও এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। শুক্রবারের ব্যর্থ অভুত্থানের পর নজিরবিহীন শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। সেনাসদস্য, বিচারপতি ও সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তার পর মঙ্গলবার শিক্ষক ও সাংবাদিকরা বরখাস্ত ও ধরপাকড়ের শিকার হয়েছেন। অর্ধ লাখের বেশি ব্যক্তি চাকরিচ্যুত বা আটক হয়েছেন। এর মধ্যে বরখাস্ত হয়েছেন ১৫ হাজার ২শ’ জন শিক্ষক, ১ হাজার ৫৭৭ জন ইউনিভার্সিটি ডিন বা সমপর্যায়ের কর্মকর্তাদের চাকরি ছেড়ে দেয়ার আদেশ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দেড় হাজার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ৯ হাজার স্টাফ বরখাস্ত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরিচ্যুত হয়েছেন ২৫৭ জন। এদিকে শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সাবেক বিমানবাহিনী প্রধান একিন ওজতুর্ক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তুর্কী বিমানবাহিনীর সাবেক প্রধান ওজতুর্কসহ ২৬ জন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সোমবার তাদের রিমান্ডে পাঠানো হয়েছে। আইনজীবীদের মাধ্যমে পাঠানো বার্তায় ওজতুর্ক বলেন যে, তিনি অভ্যুত্থান পরিকল্পনা বা নেতৃত্ব দেয়ার সঙ্গে জড়িত নন। তিনি আরও বলেন, আমি জানি না কারা অভ্যুত্থান পরিকল্পনা করেছে। অভিজ্ঞতা থেকে মনে হয়, গুলেনের আন্দোলন এই অভ্যুত্থান চেষ্টার পেছনে থাকতে পারে। অভ্যুত্থান ঘটানোর ব্যাপারে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আচরণ করেন বলে এর আগে আনাদোলু দাবি করেন। শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অন্তত ২৩২ জন নিহত ও ১ হাজার ৪০০ জন আহত হয়েছেন। পাশাপাশি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহকে গুলেনকে দায়ী করছেন দেশটির কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম মঙ্গলবার পার্লামেন্টে বলেছেন, গুলেন একটি সন্ত্রাসী সংগঠন চালাচ্ছেন। আমরা তাদের মূলোচ্ছেদ করেই ছাড়ব। যুক্তরাষ্ট্রে অবস্থানরত গুলেন অবশ্য এই অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পররপরই গুলেন ওই ঘটনার জন্য এরদোগানকে দায়ী করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নেতৃত্বে তুরস্ককে দমনাভিযান থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানিয়েছে। এরদোগানের এ ব্যাপক ধরপাকড় তুরস্ককে গণতন্ত্র থেকে বিচ্যুতির দিকে নিয়ে যেতে পারে বলে পশ্চিমাদের উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। কেরি সোমবার ব্রাসেলসে জোর দিয়ে বলেছেন, ন্যাটোতে যোগ দেয়ার শর্ত হলো দেশটিতে গণতন্ত্র আছে কি-না এবং কী ঘটছে তা সতর্কতার সঙ্গে বিবেচনা করা। তিনি আরও বলেন, বিপুলসংখ্যক লোককে খুব দ্রুত গ্রেফতার করা হয়েছে। ন্যাটো থেকে আট কোটি জনসংখ্যার দেশটির সদস্যপদ স্থগিতের বিষয়টি হালকাভাবে নেয়া যাবে না। ন্যাটো নিরাপত্তা জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ইউরোপমুখী শরণার্থীদের ঢল ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটি। অভ্যুত্থান চেষ্টা সামাল দেয়ার পরপরই দেশে মৃত্যুদ- পুনর্বহালের চিন্তাভাবনার কথা জানিয়ে দেশে ও দেশের বাইরে সমালোচনার মুখে পড়েছেন এরদোগান। এ ধরনের পদক্ষেপ নেয়া হলে ইইউতে তুরস্কের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে ইইউ।
×