ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিদের ওয়েস্ট ইন্ডিজ সফর, এ্যান্টিগায় বৃহস্পতবিার শুরু প্রথম টেস্ট

ভারতের পরিকল্পনায় পাঁচ বোলার

প্রকাশিত: ০৬:০৩, ২০ জুলাই ২০১৬

ভারতের পরিকল্পনায় পাঁচ বোলার

স্পোর্টস রিপোর্টার ॥ দশ টেস্ট খেলুরে দেশের মধ্যে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। এক সময়ের পরাক্রম দলটি এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে ভারত। সিরিজে ক্যারিবীয়দের একমাত্র আশার জায়গা, তারা স্বাগতিক। এছাড়া সব বিচারে এগিয়ে বিরাট কোহলির দল। গুচ্ছ দ্বীপের দেশে নতুন কোচ অনিল কুম্বলের অধীনে ইতোমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে, তাতে একটা বিষয় ধারণা পাওয়া যায়, বৃহস্পতিবার এ্যান্টিগায় শুরু হতে যাওয়া চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তারা পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে পারে। তিন পেসার-দুই স্পিনার অথবা তিন স্পিনার-দুই পেসার। স্পিনাধিক্য দেখলে অবাক হওয়ার থাকবে না। কারণ কুম্বলে নিজে লেগস্পিন গ্রেটদের অন্যতম। নিশ্চই ‘বিশেষজ্ঞ’ অমিত মিশ্রকে খেলাতে চাইবেন। অটোমেটিক চয়েজ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন, সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্পিনার পরিচয়টা নেহায়েত ছোট নয়। দুটি প্রস্তুতি ম্যাচে ঘুড়িয়ে ফিরিয়ে এই তিনজনকেই খেলানো হয়েছে। পেস আক্রমণে পরীক্ষিত ইশান্ত শর্মা, উমেশ যাদবের সঙ্গে ছিলেন মোহাম্মদ শামি আর ভুবনেশ্বর কুমার। দু-জনই ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। ড্র হলেও সেন্ট কিটসে তিনদিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের ১২ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা। অশ্বিন ৬, জাদেজা ৪ ও মিশ্র ২টি করে। ‘টেস্টে ফেরার সুযোগ পেয়ে আমি সত্যি খুশি। ফিট থেকে দিনে ১৫-২০ ওভার বল করতে হবে। সেন্ট কিটসে টার্ন বাউন্স দুটোই পেয়েছি। এ্যান্টিগার কন্ডিশন এমন হলে সেটি হবে দারুণ বিষয়। আমার মনে হয়, আমি সঠিক লেন্থেই বল করেছি।’ বলেন জাদেজা। দ্বিতীয়টিতে কিছুটা ম্লান দেখালেও প্রথম প্রস্তুতিতে একমাত্র ইনিংসে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন মিশ্র। বৈচিত্র্য বাড়াতে হয়ত তাকেও একাদশে দেখা যেতে পারে। সঙ্গে জাদেজা। বিশ্ব টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়সেরা অশ্বিনকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অশ্বিন-জাদেজা দুজনের ব্যাটিং বাড়তি পাওনা। স্টুয়ার্ট বিনি একাদশে থাকলে বাড়তি সিমারের সুবিধা পাবে দল। জাদেজা আরও বলেন, ‘কুম্বলে নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছন। সে স্পিন বোলিংয়ের একজন কিংবদন্তি। তার অভিজ্ঞতাটা দারুণ কাজে লাগবে।’ পাঁচ বোলারের পরিকল্পনাতেও দলটির ব্যাটিং শক্তি কমছে না। স্পেশালিস্ট হিসেবে সুপার কোহলির সঙ্গে আছেন টেস্ট স্পেশালিস্ট মুরলি বিজয়, চেতেশ্বর পুজারা। ইদানিং সম্ভাবনার দ্যুতি ছড়াচ্ছেন তরুণ লোকেশ রাহুল। ওপেনিংয়ে এখন শিখর ধাওয়ানকেই বরং চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। ক্ল্যাসিক্যাল অজিঙ্কা রাহানের সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা মিডলঅর্ডারে শক্তি বাড়িয়েছে। প্রস্তুতিতে চমৎকার দুটি হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন রাহুল। ‘নির্বাচন আমার হাতে নেই। খেলোয়াড় হিসেবে আমার যেটা করার আমি সেটাই করে যাচ্ছি। সুযোগ পেলে অবশ্যই ভাল খেলার চেষ্টা করব।’ বলেন তিনি। গত বছর বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরে হঠাৎই টেস্ট ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। কোহলির নেতৃত্বে ঘরের মটিতে দক্ষিণ আফ্রিকাকে ও শ্রীলঙ্কা সফরে চমৎকার সিরিজ জেতে ভারত। তবে উপমহাদেশের বাইরে এটি তার প্রথম পরীক্ষা, কোচ কুম্বলের অভিষেক।
×