ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ নিহত

প্রকাশিত: ০৩:৩৯, ২০ জুলাই ২০১৬

ভারতে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ নিহত

ভারতের পূর্বাঞ্চলে আধাসামরিক কমান্ডোদের একটি গাড়িবহরে সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীদের অতর্কিত হামলায় ১০ জন নিহত হয়েছে। পুলিশ মঙ্গলবার এ কথা জানায়। ২০১৪ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। সোমবার বিকেলে বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলার ঘন জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানকালে আধাসামরিক বাহিনীকে বহনকারী গাড়িটি ভূমিমাইন বিস্ফোরণে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই উভয়পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত তিন বিদ্রোহী প্রাণ হারায়। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক পুলিশ কর্মকতা জানান, বিস্ফোরণে ১০ পুলিশ সদস্য নিহত ও আরও ৫ জন আহত হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। কিন্তু হামলাকারীরা পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। ছত্তিশগড় জেলায় গত মার্চ মাসে পুলিশ বহনকারী একটি ট্রাক ভূমিমাইন বিস্ফোরণে উড়ে যায়। এতে সাত পুলিশ প্রাণ হারায়। এছাড়া ২০১৪ সালের ডিসেম্বরে ছত্তিশগড় জেলার প্রত্যন্ত এলাকায় মাওবাদীদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ নিহত ও আরও ১২ জন আহত হয়। -এএফপি তাইওয়ানে বাস দুর্ঘটনায় ২৬ পর্যটক নিহত তাইওয়ানে পর্যটকদের বহন করা একটি বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাজধানী তাইপের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দর্শনার্থীরা ছিল চীনের মূল ভূখ-ের। খবর এএফপির। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি একটি মহাসড়কের প্রাচীরে জোরে ধাক্কা খাওয়ায় এতে আগুন ধরে যায়। তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৪ জনের এ পর্যটক গ্রুপ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ান নগরী থেকে এসেছিল। এদের মধ্যে আটজন পুরুষ ও ১৬ জন নারী। এ দুর্ঘটনায় তাইওয়ানের ওই গাড়িচালক ও ট্যুর গাইডও নিহত হয়। তবে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।
×