ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ট্রফি ও লোগো প্রদর্শন

প্রকাশিত: ০৬:৩৬, ১৯ জুলাই ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লীগের ট্রফি ও লোগো প্রদর্শন

স্পোর্টস রিপোর্টার ॥ অভিনব পদ্ধতিতে ট্রফি প্রদর্শন করা হয়েছে। সব দলগুলোর অধিনায়ক মঞ্চে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালেন। চট্টগ্রামের অধিনায়ক মামুনুল ইসলামকে দেখা গেল ট্রফিটি উঁচিয়ে ধরে সামনে নিয়ে আসতে। বাকিরা এসে হাত লাগান। পরে ট্রফিটা সবার মাঝে রাখা হলে মামুনুল ট্রফির ঠিক পেছনে দাঁড়ান মধ্যমণি হয়ে। কাগজে-কলমে চট্টগ্রাম আবাহনীই সবচেয়ে শক্তিধর। ইতোমধ্যে দুটো ট্রফি জিতেছে তারা। মামুনুলের ট্রফিতে সবার আগে স্পর্শ করা এবং মধ্যমণি হওয়াটা কি আসন্ন ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ (বিপিএল) ফুটবলে তার দলের চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত? ‘জমবে খেলা, মাতবে দেশ’, সেøাগানে আর ‘লেটস শাউট ফর ফুটবল’ থিম সংশয়ে আসন্ন পেশাদার লীগের নবম আসরের লোগো ও ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী ১২ ক্লাবের পরিচিতি (মডেলদের সঙ্গে ফ্যাশন শো ও ক্যাটওয়াকে), চোখ ধাঁধানো লেজার শো ... সবমিলিয়ে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে দারুণ এক জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল সোমবার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উর্ধতন কর্মকর্তা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সাবেক ও বর্তমান ফুটবলারসহ অনেকেই। মঞ্চে বক্তব্য রাখেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, লীগের টাইটেল স্পন্সর জজ ভুঁইয়া গ্রুপের চিফ এডভাইজার ও প্রধান নির্বাহী এ. কে একরামুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৪ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে বিপিএলের আসর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে অনুষ্ঠিত মোট ১৩২ খেলায় অংশ নেবে ১২টি ক্লাব। খেলাগুলোর সবই সরাসরি দেখানো হবে বৈশাখী টেলিভিশনে। উদ্বোধনী ম্যাচের আগে ক্লাবগুলোর ব্র্যান্ডিং এবং গ্র্যান্ড ওপেনিং হবে ২০ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। এখন দেখার বিষয়, নতুন আঙ্গিকে লীগ আয়োজনের মাধ্যমে ফুটবলের হারানো সুদিন আবারও ফিরিয়ে আনা যায় কি না।
×