ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস জঙ্গীবাদ বন্ধে ইসলামী শিক্ষা জরুরী ॥ চরমোনাই পীর

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ জুলাই ২০১৬

সন্ত্রাস জঙ্গীবাদ বন্ধে ইসলামী  শিক্ষা জরুরী ॥ চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, মসজিদ মাদ্রাসা থেকে সন্ত্রাস, জঙ্গী তৈরি হয় না। মসজিদে খুতবাহ নজরদারি করে সন্ত্রাস ও জঙ্গীবাদ বন্ধ করা যাবে না। সন্ত্রাস বন্ধের জন্য ইসলামী শিক্ষা জরুরী। ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করলে জঙ্গী সৃষ্টি হবে না। তিনি সোমবার বিকেলে ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা ও সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে চরমোনাই পীর বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের নির্দেশদাতা ও অর্থযোগানদাতাদের চিহ্নিত করে তা প্রতিহত করতে হবে। তিনি বলেন, এ যাবত অনেক জঙ্গী গ্রেফতার হয়েছে, কিন্তু তাদের নির্দেশদাতা, অর্থযোগানদাতার খবর জাতি জানে না। ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতেই সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান করা হয়েছে। সংগঠনের খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জামিল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এমদাদুল্লাহ ফাহাদ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান প্রমুখ। আব্দুল আউয়াল বলেন, শিক্ষানীতি ও পাঠ্যসূচীতে ইসলামী চিন্তা-চেতনা না রাখার কারণেই সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। যার প্রমাণ বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো থেকে জঙ্গীবাদ চিহ্নিত হচ্ছে।
×