ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বর্ণ জয়ী আরচারি দলকে অভ্যর্থনা

প্রকাশিত: ০৬:১৬, ১৮ জুলাই ২০১৬

স্বর্ণ জয়ী আরচারি দলকে অভ্যর্থনা

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৫-১৭ জুলাই রাশিয়ার ইয়াকুশিয়াতে অনুষ্ঠিত ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসের আরচারি ডিসিপ্লিনে বাংলাদেশ দল মিশ্র দলগতভাবে স্বর্ণ পদক জয় লাভ করে। মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলা এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জয় করে। দলটি আজ ভোরে বাংলাদেশে পৌঁছবে। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ চামেলিতে স্বর্ণ জয়ী আরচারি দলকে অভ্যর্থনা জানানো হবে। পাঁচ মিনিটের বয়কট স্পোর্টস রিপোর্টার ॥ সময়জ্ঞানের অভাব বাংলাদেশীদের ভালই আছে। বিভিন্ন ক্ষেত্রে এ প্রমাণ পাওয়া যায়। রবিবার বাফুফে ভবনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের সংবাদ সম্মেলনেও অপ্রত্যাশিত এ দৃশ্য দেখা গেছে। চার দল নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা ৪৫ মিনিটে। কিন্তু বেলা ৩টা ৩০ মিনিট গড়িয়ে গেলেও প্রেস কনফারেন্স রুমে দেখা যায়নি বাফুফের কর্তাদের। এ সময় উপস্থিত সাংবাদিকরা ত্যক্ত-বিরক্ত হয়ে সংবাদ সম্মেলনে বয়কট করার সিদ্ধান্ত নেন। কথা অনুযায়ী সবাই কনফারেন্স রুম থেকে বের হয়ে আসলে টনক নড়ে বাফুফে কর্তাদের। এ সময় বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের অনুরোধ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত হতে। সিনিয়র সাংবাদিকরা এ সময় বাফুফের কর্মকর্তাদের উদাসীনতার কড়া সমালোচনা করেন। শেষ পর্যন্ত মিনিট পাঁচেক পর সালাম মুর্শেদীর অনুরোধে সংবাদ সম্মেলনে ফেরেন সাংবাদিকরা। রাজবাড়ীতে সাঁতারু অন্বেষণ নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে গত রবিবার রাজবাড়ীর সুইমিং পুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ সাঁতারু অন্বেষণ প্রতিযেগিতা। বাছাই পর্বের উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। পাঁচ উপজেলা থেকে ৪ গ্রুপে ৭৯ জন সাঁতারু এতে অংশ নেয়। উল্লেখ্য, সারাদেশ থেকে কার্যক্রম শেষে ১ হাজার সাঁতারু বাছাই করে ঢাকায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
×