ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের চূড়ান্ত দল

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জুলাই ২০১৬

ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের চূড়ান্ত দল

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন রিও অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। সবচেয়ে বড় তারকা নেইমারকে রেখেই দল সাজিয়েছে সেলেসাওরা। তবে আর্জেন্টিনা দলে নেই তেমন বড় তারকা। সদ্য ইউরোজয়ী পর্তুগালও দলে রাখেনি কোন বড় তারকাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থাকার সম্ভাবনা ছিল না, শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিল দলে নেইমার ছাড়াও আছেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ডিফেন্ডার মারকুইনহোস। কোচ রজারিও মিকেল শুক্রবার ১৮ সদস্যের দল ঘোষণা করেন। এই দলে আরও আছেন নেইমারের বার্সা সতীর্থ রাফিনহা, ল্যাজিও মিডফিল্ডার ফিলিপ এন্ডারসন ও উঠতি তারকা গ্যাব্রিয়েল বারবোসা। অলিম্পিকে ব্রাজিল ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের বিপক্ষে খেলবে। আগামী ৩ আগস্ট ব্রাসিলিয়ার মানে গারিঞ্চ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিল মাঠে নামবে। একমাত্র বড় টুর্নামেন্ট হিসেবে অলিম্পিক ফুটবলে এখনও সেরার মর্যাদা দখল করতে পারেনি সেলেসাওরা। তবে ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ অলিম্পিকে তিনবার রৌপ্যপদক জিতেছে। ১৯৯৬ ও ২০০৮ সালে জয় করে ব্রোঞ্জ পদক। মাউরো ইকার্ডি, পাওলো ডিবালারা আর্জেন্টিনা দলে থাকছেন না সেটি আগেই মোটামুটি জানা হয়ে গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো, এই দুজনকে ছাড়াই অলিম্পিকে খেলছে আর্জেন্টিনা। দলে আছেন এ্যাঙ্গেল কোরেয়া আর এ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে আছেন। কোচ জ?রার্ডো মার্টিনো থাকছেন কিনা, এমন অনিশ্চয়তার গুঞ্জনের মধ্যেই আর্জেন্টিনা দলকে নিয়ে অলিম্পিকে যাচ্ছেন এই কোচ।
×