ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কোথাও যাচ্ছেন না গ্রিজম্যান

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জুলাই ২০১৬

কোথাও যাচ্ছেন না গ্রিজম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোর গ্রুপ পর্বে মাত্র একটা গোল করেছিলেন। তখন কে জানতো যে, এই এ্যান্টনিও গ্রিজম্যানই হতে যাচ্ছেন টুর্নামেন্টের সেরা গোলদাতা। নকআউট পর্বে আরও পাঁচ গোল করে শেষপর্যন্ত ইউরোর সর্বোচ্চ (৬) গোলের মালিক বনে যান তিনি। শেষ পর্যন্ত গোল্ডেন বুট জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও জিতে নেন ফরাসী ফুটবলের এই প্রতিভাবান তারকা। এরপর থেকেই গ্রিজম্যানকে দলে নিতে আগ্রহী হয়ে উঠে বিশ্ব ফুটবলের সেরা ক্লাবগুলো। যাদের মধ্যে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ২৫ বছর বয়সী এই ফরাসী তারকা কোথাও যাচ্ছেন না বরং স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন তারই উপদেষ্টা এরিক ওলহাটস। ফ্রান্সকে ইউরো জেতাতে না পারলেও শিষ্যদের ব্যক্তিগত পারফর্মেন্সে সন্তুষ্ট কোচ দিদিয়ের দেশম। বিশেষ করে গ্রিজম্যানের পারফর্মেন্সে দারুণ তৃপ্ত তিনি। তাই তো ফরাসী কোচ দিদিয়ের দেশম দাবি করেছেন, এ্যান্টোনিও গ্রিজম্যান এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা উচিত। দেশমের সঙ্গে একমত প্রকাশ করেছেন তার স্বদেশী ব্লাইস মতৌদি। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট পরার ক্ষেত্রে রোনাল্ডোর চেয়ে এগিয়ে রাখছেন গ্রিজম্যানকে। এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গেল মৌসুমে ৩২ গোল করেছেন গ্রিজম্যান। এছাড়া ইউরোতে ৬ গোল করে ফ্রান্সকে তুলেছেন ইউরোর ফাইনালে। আর এমন পারফর্মেন্স উপহার দেয়ার কারণেই রোনাল্ডোর চেয়ে গ্রিজম্যানকে এগিয়ে রাখছেন মাতৌদি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোনাল্ডো অবশ্যই এটির অন্যতম দাবিদার। সেও অসাধারণ একটি মৌসুম পার করেছে। এই টুর্নামেন্টেও ভাল খেলেছে। কিন্তু আমার মনে হয় রোনাল্ডোর চেয়ে গ্রিজম্যান কিছুটা হলেও এগিয়ে থাকবে। আমার মনে হয় গ্রিজম্যান ব্যালন ডি’অরের জন্য সম্ভাব্য প্রতিযোগী। সে গত মৌসুমে যা করেছে তাতে এর অন্যতম দাবিদার। যদি আমার ভোট থাকত তাহলে আমি তাকেই ভোট দিতাম। সে অন্য সবার চেয়ে অন্যরকম ভাল পারফর্মেন্স করেছে। আশা করছি এটি ধরে রাখতে পারবে সে।’ ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার গ্যারি লিনেকারের চোখেও দুর্দান্ত গ্রিজম্যান। কেননা এবারের ইউরোতে যে ফ্রান্সকে ফাইনালে উঠানোর মূল কারিগরই গ্রিজম্যান। তাই তো গ্যারি লিনেকার বলেন, আমি গ্রিজম্যানকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বলব। সে দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে তার ফিনিশিং আসলেই মনোহর। মুভমেন্টতো অসাধারণ। তার ফুটবল স্পর্শ করা মানেই নান্দনিকতা ফুটে ওঠা। তার চেহারাটাও এ্যাঞ্জেলের মতো। এবং সে এটাকে বেশ ভালই উপভোগ করে।’ শুধু লিনেকার নয়, তার পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত স্বদেশী কিংবদন্তি থিয়েরি অঁরিও। ফুটবল মাঠে দাপুটে পারফর্মেন্সের কারণে কিংবদন্তি জিনেদিন জিদান ও মিশেল প্লাতিনির সঙ্গে তুলনা করেছেন তিনি। কারণ ফ্রান্স ফুটবলের এই নতুন পোস্টার বয় যে ইতোমধ্যেই গ্রেট ফুটবলারদের কাতারে চলে গেছেন। দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে ফ্রান্সকে ফাইনালে তুলতে ছয় গোল করেছেন তিনি। ইউরোর একক কোন আসরে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু প্লাতিনিই।
×