ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মসুল পুনরুদ্ধারে আরও ৫৬০ সৈন্য ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:১৬, ১৩ জুলাই ২০১৬

মসুল পুনরুদ্ধারে আরও ৫৬০ সৈন্য ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশটন কার্টার সোমবার ঘোষণা দিয়েছেন, ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে সহায়তা করতে ওয়াশিংটন আরও অতিরিক্ত ৫৬০ জন সৈন্য ইরাকে পাঠাবে। যাতে জঙ্গীদের কবল থেকে মসুল পুনরুদ্ধার করতে পারে। খবর এএফপির। নতুন সেনারা যোগ দিলে ইরাকে মার্কিন সৈন্যের সংখ্যা হবে ৪ হাজার ৬৫০ জন। এই সেনাদের অধিকাংশই ইরাকী সেনাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার কাজে নিয়োজিত থাকবেন। আইএসের শক্ত ঘাঁটি মসুল পুনরুদ্ধারে প্রকৌশল ও যুদ্ধকৌশল বিশেষজ্ঞ হিসেবে এই অতিরিক্ত সেনারা স্থানীয় বাহিনীকে পরিকল্পনায় সহায়তা করবেন। ২০১৪ সালের জুন থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গীরা দেশটির বিশাল এলাকায় ঢুকে নৃশংসতা শুরু করে। যার মধ্যে ছিল শিরোñেদ, গণঅপহরণ ও ধর্ষণ। আইএস প্রতিবেশী দেশ সিরিয়ায়ও বিশাল এলাকা দখল করে। তবে উভয় দেশেই এখন ভূমি হারাচ্ছে আইএস। কার্টার চাচ্ছেন তাদের সফলতা দৃশ্যমান হোক। সবচেয়ে ধনী পপ তারকা সর্বোচ্চ উপার্জনকারী সেলিব্রেটির আখ্যা পেলেন টেইলর সুইফট। ২৬ বছর বয়সী মার্কিন গীতিকার ও পপ তারকা গত এক বছরে উপার্জন করেছেন ১৭ কোটি ডলার। ফোর্বস সাময়িকী এই হিসাব দিয়েছে। এক বছর আগে তার উপার্জন ছিল ৮০ কোটি ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অপর পপ তারকা কেটি পেরি (১৩ কোটি ৫০ লাখ ডলার)। কেটির রোজগার একবছরে তিনগুণ বেড়েছে। -এবিসি নিউজ ২০ লাখ এ্যান্ড্রয়েড ডেভেলপার ২০ লাখ এ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির পরিকল্পনা করেছে গুগল। এই উদ্দেশ্যে প্রতিবছর আড়াই লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদ্বন্দ্বী এ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠাই গুগলের এই কর্মসূচীর লক্ষ্য। ভারত সরকারের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় সেদেশের ৪ লাখ প্রশিক্ষণার্থী এই কর্মসূচীতে অংশ নিতে পারবেন। এ্যাপল ও গুগল উভয়ই ভারতকে তাদের একটি বৃহৎ বাজার গণ্য করে থাকে। -ব্লুমবার্গ
×