ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঝগড়া মেটালেন সুষমা

প্রকাশিত: ০৬:১৬, ১৩ জুলাই ২০১৬

ঝগড়া মেটালেন সুষমা

শাশুড়ি-বৌমার ঝগড়া নতুন কিছু নয়, চিরকালীন বাস্তব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ‘টুইটার-পরিষেবা’ ইতোমধ্যেই সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। এবার তিনি টুইটারের মাধ্যমে উত্তরপ্রদেশের চান্দেল পরিবারের রুশ গৃহবধূ ওলগা এফিমেঙ্কোভা ও শাশুড়ি নির্মলা চান্দেলের বিবাদ মিটিয়েছেন। বিদেশিনী বৌমাকে কিছুতেই মেনে নেননি শাশুড়ি এবং ওলগাকে বাড়ি থেকে বেরও করে দেন। তবে ওলগার শ্বশুরবাড়ির সামনে অনশনে বসার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নজরে পড়ে সুষমার। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ট্যাগ করে তিনি একটি টুইট করেন। পরে অখিলেশের নির্দেশে আগরা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও পুলিশ অফিসাররা চার ঘণ্টা ধরে চেষ্টা করে বিবাদ মিটিয়ে দেন। এরপর হাসিমুখে ছবিও তুলেছেন শাশুড়ি-বৌ। অখিলেশ নিজেই সেই ছবি রিটুইট করেছেন সুষমাকে। -আনন্দবাজার পত্রিকা বাসন মাজার বেতন বাসন মাজার লোক খুঁজছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেসের বাসন ধোয়ার জন্য লোকের জন্য বিজ্ঞাপনও দেয়া হয়েছে। এক বছরের জন্য ১৭ হাজার ইউরো বেতন দেয়া হবে। থাকা-খাওয়াসহ বছরে থাকছে ৩৩টি ছুটির দিন। কাজ শেষ হয়ে গেলে পেনশনও দেয়া হবে। বাসন ধোয়ার পাশাপাশি রান্নায়ও সাহায্য করতে হবে। কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। সমস্ত বাসনপত্র পরিষ্কারের দায়িত্বে থাকবেন তিনি। রানী নিজে এই পদে নিয়োগ দেবেন। মোট ছ’টি পদে তিনি নিজে নিয়োগ দেবেন। তার মধ্যে এটি একটি। -ওয়েবসাইট বায়ু দূষণ কমাতে বায়ু দূষণ কমাতে মেক্সিকো সিটি ও এর আশপাশে কর্তৃপক্ষ ১ কোটি ৮০ লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশমন্ত্রী রাফায়েল পাচিয়ানো নগরীর সবুজ শোভা বাড়াতে ‘ঐতিহাসিক বনায়নের’ উদ্যোগ নেন। বৃহত্তর মেক্সিকো সিটি এলাকায় বায়ু দূষণ চলতি বছরের মার্চ মাসে তা রেকর্ড পর্যায়ে পৌঁছে। এ অবস্থায় কর্তৃপক্ষ যানবাহনের চলাচল সীমিত করতে বাধ্য হয়। সকল গাড়িকে অন্তত সপ্তাহে একদিন চলাচল না করানোর নির্দেশ দেয়া হয়। এদিকে বায়ু দূষণ রোধে কর্তৃপক্ষ আরও কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ বছরেরও বেশি সময়ের পুরনো এক হাজার ট্যাক্সির স্থলে উন্নত গাড়ি এবং মালামাল ও যাত্রীবাহী পরিবহন নবায়নে কর্মসূচী জোরদার করা। এছাড়া দূষণবিরোধী নিয়ম কানুনও কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।-এএফপি
×