ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিন’

প্রকাশিত: ০৬:০৯, ২৫ জুন ২০১৬

‘রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি  দিন’

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য শরণার্থী ও ভূমিহীন ব্যক্তিদের অধিকার বিষয়ক জোট (সিআরএসপি) বৃহস্পতিবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছে। সুচি বর্তমানে একটি রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে আছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। ব্যাঙ্ককে থাই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে পুলিশের সতর্ক প্রহরার মধ্যে সিআরএসপির সদস্যরা সুচির উদ্দেশ্যে একটি বিবৃতি পাঠ করেন। যদিও সেখানে সাংবাদিকদের প্রশ্ন করার কোন সুযোগ দেয়া হয়নি। ইএফই নিউজকে অলাভজনক ফোরটিফাই রাইটসের মুখপাত্র পুত্তানি ক্যাংকুন বলেন, ‘এখানে আমাকে আমার স্বরূপ প্রায় পরিবর্তন করতে হয়েছিল। প্রচুর বাধা-বিপত্তি এসেছিল। যদিও রিপোর্টারদের প্রশ্ন করার অনুমতি দেয়া হয়নি, তবে শেষ পর্যন্ত আমরা সম্মেলন করতে পেরেছি।’ মিয়ানমারে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের লোকদের জাতিগত সংখ্যালঘুর স্বীকৃতি দেয়া হয়নি।
×