ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তপু-কেস্টারের অন্যরকম লড়াই...

প্রকাশিত: ০৭:১১, ২৩ জুন ২০১৬

তপু-কেস্টারের অন্যরকম লড়াই...

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ফেডারেশন কাপ ফুটবলে কোন দল চ্যাম্পিয়ন হবেÑ তা নিয়ে ফুটবলামোদীদের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি আগ্রহ আছে ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতা কে হবেন, তা নিয়েও। প্রথম সেমিতে আজ মুখোমুখি হবে আরামবাগ বনাম বিজেএমসি। দলীয় দ্বৈরথের পাশাপাশি এই ম্যাচে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও অবতীর্ণ হবেন দুই ফরোয়ার্ড। একজন বিজেএমসির মেহেদী হাসান তপু। অন্যজন আরামবাগের নাইজিরিয়ান কেস্টার এ্যাকন। এ টুর্নামেন্টে সেমির আগ পর্যন্ত খেলা হয়েছে ১৬টি। মোট গোল হয়েছে ৪০। তপু করেছেন ব্যক্তিগত সর্বাধিক গোল ৩। অবশ্য শেখ জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ের গোলও ৩। তবে শেখ জামাল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় তপুকে চ্যালেঞ্জ জানাতে পারছেন না তিনি। তবে ২ গোল করা কেস্টার ঠিকই পারবেন। কেস্টারের মতো ২ গোল করেছেন শেখ রাসেলের জঁ জুলস ইকাঙ্গা ও পল এমিল; শেখ জামালের ওয়েডসন এ্যানসেলমে এবং রহমতগঞ্জের সিও জুনাপিও। এ পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ১টি। সেটারও মালিক ল্যান্ডিং ডার্বোয়ে। জামাল যে ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে ৬-২ গোলে হারায়, সে ম্যাচেই এমন কৃতিত্ব দেখান তিনি। আজকের ম্যাচে যে তপু বা কেস্টারও এমনটা করতে পারবেন না, এমনটা কি জোর দিয়ে বলা সম্ভব?
×