ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার মুখে কালি মেখে রাস্তা দিয়ে ঘোরানো হলো পাক নারীকে

প্রকাশিত: ০৩:৪৯, ২১ জুন ২০১৬

এবার মুখে কালি মেখে রাস্তা দিয়ে ঘোরানো হলো পাক নারীকে

পাকিস্তানে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে তার পরিবারের সদস্যরা মাথা ন্যাড়া করে মুখে কালি মেখে পুরো গ্রাম ঘুরিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ‘সম্মান’ সংক্রান্ত এটিই সর্বশেষ ঘটনা। খবর পিটিআই’র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাহোর থেকে ৪শ’ কি.মি. দূরে বাহাওয়ালপুর এলাকায় উচ শরিফ গ্রামে শনিবার ওই নারীর মাথা ন্যাড়া করে মুখে কালি মেখে তার বাড়ির বাইরে রাস্তায় হাঁটানো হয়। পরিবারের সদস্যদের মধ্যে তার বাবা-মাও ছিল। প্রতিবেদনে বলা হয়, ওই নারী অন্য গ্রামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ফিরে আসে। ফেরার পর বাবা, স্বামী ও সৎ মা’সহ পরিবারের সদস্যরা গোপনে তাকে নির্যাতন করত এবং পরে পঞ্চায়েতের সামনে তাকে হাজির করে। সেখানে পরিবারকে অসম্মান করার অপরাধে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। সিনিয়র পুলিশ অফিসার এহসান সাদিক সাংবাদিকদের বলেন, ওই নারীর পরিবারের ১০ সদস্য ও পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তার বাবা ও সৎ মাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পুলিশ শীঘ্রই বাকি সন্দেহভাজনদের গ্রেফতার করবে এবং দ্রুত তদন্ত শেষ করবে। পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদশে পাঞ্জাব। সম্প্রতি প্রদেশটিতে হত্যাসহ সম্মান সংক্রান্ত অপরাধ বেড়ে গেছে। গত সপ্তাহে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা-মার হাতে নৃশংসভাবে খুন হয় দুই গর্ভবতী নারী। রাশিয়ায় নৌকা ডুবে ১৪ শিশুর মৃত্যু রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি উত্তাল হ্রদে নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ১৪ শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। তারা গ্রীষ্মকালীন একটি শিবিরে অংশ নিয়েছিল। রবিবার তদন্ত কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির। রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র ভøাদিমির মারকিন জানান, ফিনল্যান্ড সীমান্তবর্তী সিয়ামোজারো হ্রদে রাতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এক বিবৃতিতে মারকিন বলেন, তদন্ত কর্মকর্তারা ১৪ শিশুর লাশের পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ করেছেন। শিশুরা ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণ করে। তাদের মধ্যে কেউ প্রাপ্তবয়স্ক ছিল না।’ এ মর্মান্তিক ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য শিবিরের চার সদস্যকে আটক করা হয়েছে। রাশিয়ার শিশু অধিকার রক্ষা সংস্থার পাভেল আস্তাকভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, ওই শিশুরা লাইফ জ্যাকেট পরা ছিল না বলে ধারণা করা হচ্ছে। তারা ওই হ্রদের পাশে গ্রীষ্মকালীন একটি শিবিরে অংশ নিয়েছিল।
×