ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে ফের অবরোধের ডাক

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জুন ২০১৬

বান্দরবানে ফের অবরোধের ডাক

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৮ জুন ॥ সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মং পু মার্মাকে অপহরণের প্রতিবাদে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও সদর উপজেলার রাঙামাটি ও বান্দরবান সড়কে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকালে জেলা শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, পার্বত্য চট্টগ্রামে জেএসএস সন্ত্রাসীদের অপরাধ কর্মকা- দমাতে আমরা অন্য সরকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব মোতায়েন আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ নেতা মং পু মার্মাকে গত সোমবার গভীর রাতে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে এর প্রতিবাদে গত বুধবার ও বৃহস্পতিবার বান্দরবানে অবরোধ পালন করে। বটগাছ ভেঙ্গে নারী পূজারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ জুন ॥ হরিপুর উপজেলার দামোল গ্রামে পূজা অর্চনার সময় শনিবার বেলা ১টায় পূজাস্থলের পুরনো বটগাছ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে পিংকি (১৮) নামে এক নারী পূজারী মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় লোকজন ওই বটগাছের নিচে পূজা করে থাকেন। হরিবাসর পূজা করতে সেখানে শনিবার সকাল থেকে অনেক পূজারী উপস্থিত হন। পিংকি রাণীশংকৈল ডিগ্রী কলেজের ছাত্রী। সে রাণীশংকেল উপজেলার নন্দগাও শিমুলপাড়ার রমেন রায়ের মেয়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির শতাধিক নেতাকর্মী আ’লীগে নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ১৮ জুন ॥ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শনিবার সকালে কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কালকিনির বিএনপির বিভিন্ন পদধারী শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় তারা জেলা আ’লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লার হাতে ফুলের তৈরি নৌকা তুলে দিয়ে এ যোগদান করেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে। সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৪ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ জুন ॥ পূর্ব শত্রুতার জের ধরে ধামরাইয়ে এক নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রোয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সায়েদ খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার রমজান মিয়ার সঙ্গে। শনিবার সকালে রমজান খরারচড়ের একটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ইউপি সদস্য সায়েদ খাঁ ও তার লোকজন রমজানকে রাস্তায় আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশী আলমগীর, সাব্বির ও আলেয়া খাতুন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ধর্ষকদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৮ জুন ॥ বাউফলের সংখ্যালঘু সম্প্রদায়ের মা ও মেয়েকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষেভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে ছাত্র-যুব ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা এ গণধর্ষণ ও দেশে চলমান গুপ্তহত্যার তীব্র নিন্দা ও এসব অনৈতিকতার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। উল্লেখ্য, বাউফলের তেঁতুলিয়া নদীতে গত শনিবার গভীর রাতে সংখ্যালঘু পরিবারের মা-মেয়েকে গণধর্ষণ করেছে ৬ ধর্ষক। এ ঘটনায় নুরে আলম নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নড়াইলে ওসির অপসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৮ জুন ॥ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহার অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আলাদাতপুর হামিদ ম্যানসনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইরান শেখ। তিনি অভিযোগ করেন, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গত ২ জুন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় একজন নিহতসহ ১০ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পা কেটে ফেলা ফরহাদ সিকদার লোহাগড়া থানায় মামলা দায়ের করতে গেলে ওসি গড়িমসি করতে থাকে। একপর্যায়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করলে ৫০ হাজার টাকা দিলেও মামলা এন্টি করেনি বলে অভিযোগ। এ সময় আরও গুলিবিদ্ধ ইমান সিকদার, শাহাজাহান আলী, মামুন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্নীতির দায়ে কলেজের অধ্যক্ষ বরখাস্ত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৮ জুন ॥ জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা ও অনিয়মের অভিযোগে ক্ষেতলাল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামকে শনিবার দুপুরে হাইকোর্টের নির্দেশে বরখাস্ত এবং সেই সঙ্গে ৬ মাসের এমপিওর বেতনের টাকা ফেরতের নির্দেশ দেয়া হয়েছে। জেলা পরিষদ প্রশাসক ও কলেজের সভাপতি এসএম সোলায়মান আলী জানান, জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা ও অনিয়মের অভিযোগ এনে ওই শিক্ষাপ্রতিষ্ঠনের সাবেক সভাপতি নবিউল ইসলাম চৌধুরী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। ওই রিট পিটিশনের শুনানি অন্তে অধ্যক্ষের সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ এবং তাকে বরখাস্ত ও সরকারী বেতনের (এমপিওর) ৬ মাসের টাকা ফেরতের নির্দেশ দেয়া হয়। বিনামূল্যে চক্ষু শিবির নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জুন ॥ শনিবার দিনব্যাপী পতœীতলা উপজেলার মধইল বটতলী জামান চৌধুরী মার্কেটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালনায় এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পতœীতলা পৌরসভার মেয়র মোঃ রেজাউল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরী। কৃষিবীজ উন্নয়নে মাঠ দিবস স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলায় জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বর্ধিতকরণ মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার নিয়ে মাঠ দিবস হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে সদর উপজেলার মুন্সিরহাটের মা কমিউনিটি সেন্টারে এ মাঠ দিবস হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক ড. রেজাউল করিম। বিএডিসির বীজ বিপণন, উপ-পরিচালক, ঢাকার একেএম ইউসুফ হারুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑ বিএডিসির বীজ বিপণন যুগ্মপরিচালক ওবায়দুল ইসলাম, বিএডিসির মান নিয়ন্ত্রণ উপ-পরিচালক খায়রুল হাসান শাবান। ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শুক্রবার রাতে ৪ মাসের শিশুকন্যাকে রেখে মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান জানান, শুক্রবার রাতে পার্বতীপুর থেকে দিনাজপুরগামী ডেমু ট্রেন চিরিরবন্দর স্টেশনে পৌঁছলে চিরিরবন্দরে শিমরাতুল নামে চার মাস বয়সী শিশুকন্যাকে রেললাইনের পাশে রেখে মা খাদিজা পারভীন (২৫) চলন্ত ট্রেনের নিচের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। নিহত খাদিজা চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার সামিউল হোসেনের মেয়ে। তবে তার স্বামীর নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। দুস্থ মুক্তিযোদ্ধাদের অর্থ প্রদান সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ১৮ জুন ॥ বোয়ালমারী উপজেলায় শনিবার ১শ’ ৫৫ জন দুস্থ মুক্তিযোদ্ধার মধ্যে মোট চার লাখ নব্বই হাজার টাকা বিতরণ করা হয়। উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে এমপি আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আঃ রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ ছিদ্দিকী প্রমুখ। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮জুন ॥ ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে আব্দুল আলীম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল আলীম ওই সময় বাড়ির পাশের একটি রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের একটি ইঞ্জিন আকস্মিকভাবে চলে আসায় তিনি তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, নিহত আব্দুল আলীম উত্তর আলীপুর এলাকার বাসিন্দা। তিনি ফায়ার সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
×