ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত গ্রামের নামে মঙ্গলে খাদ

প্রকাশিত: ০৩:৫০, ১৯ জুন ২০১৬

নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত গ্রামের নামে মঙ্গলে খাদ

গেল বছরের প্রলয়ঙ্করি ভূমিকম্পে নেপালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর অন্যতম লাংটাংয়ের নামে মঙ্গলগ্রহের একটি খাদের নামকরণ করা হয়েছে। ভূমিকম্পের সময় পুরো লাংটাং গ্রামটি বরফ ধসে চাপা পড়লে অন্ততপক্ষে ২১৫ জনের মৃত্যু হয়। গ্রামটি নেপালে ঘুরতে আসা পবর্তারোহীদের অত্যন্ত পছন্দের স্থান ছিল। ইন্টারন্যাশনাল এ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মঙ্গলের ৯ দশমিক ৮ কিলোমিটার চওড়া একটি খাদের নাম রেখেছে লাংটাং। খবর বিবিসির। এই নামকরণের উদ্যোক্তা গবেষক ড. জালিং দ্য হেস জানিয়েছেন, এটা নেপালের ওই গ্রামের প্রতি ‘শ্রদ্ধাঞ্জলি’। ড. হেস নেদারল্যান্ডসের ইথ্রেক্ট বিশ্ববিদ্যালয়ে মঙ্গলের ফিজিক্যাল জিওগ্রাফি বিষয়টি পড়ান।লাংটাং নামটিকে বেছে নেয়ার কারণ হিসেবে তিনি জানান, হিমালয়ের হিমবাহের ওপর গবেষণা করার সময় তার একজন সহকর্মী লাংটাংয়ে থেকে কাজ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করার সময় লাংটাংকে নিজের প্রধান ঘাঁটি বানিয়েছিল সে, তাই আমরা ভাবলাম এই খাদটিকে লাংটাং ডাকা হলে তা শ্রদ্ধাঞ্জলি হিসেবে সুন্দর হবে।’ মঙ্গলের লাংটাং খাদ একটি ‘গুরুত্বপূর্ণ জায়গা’ বলে জানান তিনি। বাংলাদেশী যুবকের প্রাণ বাঁচালেন চার ভারতীয় বিরল গ্রুপের রক্ত দান নিজেদের রক্ত দিয়ে এক বাংলাদেশী যুবককে বাঁচাতে এগিয়ে এলেন চার মুম্বাইবাসী। তারা হলেনÑ স্বপ্না সবন্ত, কৃষ্ণনন্দ কোরি, মেহুল ভেলেকর এবং প্রবীণ শিন্ডে। মোহাম্মদ কামারুজ্জামান। বছর পঁচিশের এক তরতাজা যুবক। পরিবারের একমাত্র উপার্জনকারী। বাড়িতে রয়েছেন অসুস্থ মা। গত ২১ মে ঢাকায় একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন কামারুজ্জামান। ঢাকারই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা দেখেন কামারুজ্জামানের রক্তের গ্রুপ একেবারে বিরল। দেশের কোন ব্লাড ব্যাংকেই খোঁজ মেলেনি ওই গ্রুপের রক্তের। কী সেই ব্লাড গ্রুপ, যা সারা বাংলাদেশে খুঁজে পাওয়া গেল না? চিকিৎসকরা পরীক্ষা করে জানান, এই বিরল ব্লাড গ্রুপের নাম ‘বম্বে’। অনলাইনের মাধ্যমে এ ধরনের ব্লাড গ্রুপের খোঁজ শুরু করেন কামারুজ্জামানের পরিজনরা। খোঁজ নিয়ে দেখা যায়, ভারতে চার শ’রও কম মানুষ আছেন যাদের এই ব্লাড গ্রুপ রয়েছে। তাদের মধ্যে কয়েক জনকে চিহ্নিত করা হয়। -আনন্দবাজার ভারতের প্রথম ওয়াটার মেট্রো ভারতের কেরল রাজ্যে কোচি বন্দরে চালু হলো প্রথম ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও এক জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি শুরু হয়েছে। শনিবার ৭৪৭ কোটি রুপির এই প্রকল্পের উদ্বোধন করা হয়। আধুনিক এই বোটগুলোতে ৫০-১০০ জন যাত্রী চলাচল করতে পারবে। বোটগুলো শীতাতপ নিয়ন্ত্রিত, ওয়াই-ফাই পরিষেবাসহ সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থা থাকবে। -টাইমস অব ইন্ডিয়া বিশ্বের গভীরতম সুইমিং পুল! বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুলটি ইতালির পাদুয়ার টার্ম মিলিপিনি হোটেলে অবস্থিত। এর গভীরতা ৪২ মিটার। এই পুলে নামা প্রত্যেকের কাছেই এক বিরল অভিজ্ঞতা। পানির নিচে এ যেন এক গুহা। স্বচ্ছ পানির টানেলের ভিতর দিয়ে চাইলে হাঁটাও সম্ভব। অভিনব এই পুলটির নক্সা করেন স্থপতি ইমানুয়েল বোরেতো। হোটেলে টিকেট কেটে এখানে স্কুবা ডাইভিংও করা যায়। - সিএনএন
×