ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফর শেষে অবসর নেবেন মিসবাহ?

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৬

ইংল্যান্ড সফর শেষে অবসর নেবেন মিসবাহ?

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় ৫ বছর সতীর্থ হিসেবে খেলেছেন পাকিস্তান ক্রিকেট দলে। বয়সের ব্যবধানে মাত্র ৪ বছরের সিনিয়র ইনজামাম-উল-হক। ৯ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর পথ পরিক্রমায় এখন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক। অথচ এখনও সেই পাক জার্সি গায়ে খেলছেন তারই সতীর্থ মিসবাহ-উল-হক! ইনজামামের নির্বাচিত দলটি আজই ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। টেস্ট দলের নেতৃত্বে আছেন মিসবাহ। তার এমন অনেক সতীর্থই এখন টিম ম্যানেজমেন্টের কোন দায়িত্বে বা বোর্ডের দায়িত্বে আছেন। তাই মিসবাহর অবসর নেয়া নিয়ে আলোচনা আছেই। এবার ইংল্যান্ড সফর শেষে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে পারেন ৪২ বছর বয়সী এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। এমনটাই শোনা যাচ্ছে। ৬ বছর পর ঐতিহাসিক এ ইংল্যান্ড সফরটি নিয়ে দারুণ সিরিয়াস পিসিবি এবং টিম ম্যানেজমেন্ট। এ কারণে চলছে সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ। কিছু বিষয় নিয়ে ইনজামামের সিদ্ধান্তের সঙ্গে একমত্য হতে পারেননি মিসবাহ। মতানৈক্য দেখা দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। ২০১০ সালের জুলাই-আগস্টে সর্বশেষ ইংল্যান্ড সফর করেছিল পাকরা। সেবার লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ের অপরাধে অভিযুক্ত হয়েছিলেন বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। বিভিন্ন মেয়াদে কারাভোগ ও ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়েছেন তারা। তাই ৬ বছর পর আবার ইংল্যান্ড সফরে নিজেদের প্রতি ক্রিকেটপ্রেমীদের ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে আনার চ্যালেঞ্জ পাকদের। পিসিবিও এজন্য খুঁটিনাটি সব বিষয়াদি নিয়েই চিন্তা-ভাবনা করছে। প্রধান নির্বাচক ইনজামাম নিজের পছন্দসই দল গড়েছেন। তিনি চাইছেন টেস্টেও ইনিংসের উদ্বোধন করবেন আজহার আলী। যদি মোহাম্মদ হাফিজ ও শান মাসুদের মধ্যে কেউ কোন কারণে ওপেনিংয়ে নামতে ব্যর্থ হন সেক্ষেত্রেই আজহারের কথা ভেবেছেন ইনজামাম। কিন্তু মিসবাহ ভেবে রেখেছেন তরুণ সামি আসলামের কথা। এ বিষয়টি নিয়েই কিছুটা মন কষাকষি দু’জনের মধ্যে। ইনজামাদের যুক্তি তরুণ সামিকে ইংল্যান্ডের অপরিচিত কন্ডিশনে বিশ্বসেরা পেসারদের মুখোমুখি করালে তিনি ব্যর্থ হতে পারেন এবং দলের জন্যও সেটা চাপ সৃষ্টি করতে পারে। তাই পরিণত ও অভিজ্ঞ আজহারকে ওপেনার হিসেবে দেখতে চান তিনি। তবে মিসবাহ পরিষ্কারভাবেই ইনজামামকে জানিয়ে দিয়েছেন, যদি ওপেনার হিসেবে সামির সামর্থ্যরে ওপর পূর্ণ আস্থা না থাকে, তবে কেন তাকে দলে নেয়া হলো? যেহেতু তিনি দলে আছেন তরুণ খেলোয়াড় হিসেবে তার অবশ্যই নির্দিষ্ট দায়িত্ব পালনের সুযোগ পাওয়া উচিত। উল্লেখ্য, হাফিজ ফিটনেস সমস্যায় ভুগছেন বলেই বিকল্প ওপেনার নিয়ে কথা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সফরটিই হতে পারে মিসবাহর জন্য পাকদের হয়ে শেষ দায়িত্ব। বেশ আগেই সবধরনের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন মিসবাহ। কিন্তু পিসিবির অনুরোধে টেস্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে পিসিবির এক কর্মকর্তা জানালেন ইংল্যান্ড সফর শেষ করেই মিসবাহ সরে দাঁড়াতে চান। তিনি বলেন, ‘মিসবাহ এটা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনেই ঘোষণা দেবেন। কিংবা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার বিষয়টি নিয়ে অচিরেই বোর্ডকে অবহিত করবেন।’
×