ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ইতিহাসে প্রথম নারী মেয়র পেতে যাচ্ছে রোম

প্রকাশিত: ০৫:৪১, ১৮ জুন ২০১৬

ইতিহাসে প্রথম নারী মেয়র পেতে যাচ্ছে রোম

ইতালির রাজধানী রোমে রাজা থেকে শুরু করে কনসাল, সম্রাট থেকে পোপ পর্যন্ত পুরুষের উপস্থিতিই লক্ষ্য করা গেছে। এসব পদে কখনো কোন নারীকে দেখা যায়নি। অন্তত এখনও পর্যন্ত অবস্থা এ রকমই। প্রাচীন এই নগরীতে এখন দিন বদলের হাওয়া লাগতে শুরু করেছে। মেয়র নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীর জয়লাভের সম্ভাবনা এখন অন্য যেকোন সময়ের চেয়ে বেশি। রবিবার রোমে মেয়র নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হচ্ছে। খবর এএফপির। রোমে মেয়র নির্বাচনে এবার সম্ভাবনায় প্রার্থী হচ্ছেন ৩৭ বছর বয়সী আইনজীবী ও প্রথা বিরোধী রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্টের (এম ফাইভ এস) সদস্য ভার্জিনিয়া রাজ্জি। তিনি বর্তমানে একজন স্থানীয় কাউন্সিলর। কমেডিয়ান বেপ্পে গ্রিল্লো দলটি প্রতিষ্ঠা করেন। ভার্জিনিয়া রাজ্জির রাজনীতিতে আগমন ঘটে পাঁচ বছর আগে। কিন্তু এর মধ্যেই তিনি নিজেকে এতটা জনপ্রিয় প্রমাণ করতে পেরেছেন। ৫ জুন অনুষ্ঠিত প্রথম দফা মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রোবের্তো গিয়াচেত্তির তুলনায় রাজ্জি ২৪-৩৫ শতাংশে এগিয়ে থাকেন। প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির নেতৃত্বাধীন মধ্য বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) বিপরীতে প্রধান বিরোধী দল হিসেবে নিজের একটি অবস্থান করে নিয়েছে এম ফাইভ এস। দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মীয়করণ বেড়ে যাওয়ায় মূলধারার রাজনীতির প্রতি দিন দিন বীতশ্রদ্ধ হয়ে উঠছে ইতালির জনগণ। এ কারণে ২০১৮ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পিডি পুনর্নির্বাচিত হতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। রোমের সাবেক মেয়র ইসনাজিও মরিনোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি অপরাধী চক্রের সঙ্গে যোগসাজশ করে বিপুল অঙ্কের অর্থ পাচারে সহায়তা করেছেন। যে কারণে রোমের নাগরিক সেবাখাতে সরকারী ব্যয় কমিয়ে দিতে হয়েছে। রোমে ২০২৪ সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে। প্যারিসকে হারিয়ে রোম এই সুযোগ অর্জন করে। রাজ্জি মেয়র হলে রোমকে অলিম্পিকের জন্য প্রস্তুত করে তোলা তার প্রথম অগ্রাধিকার হবে কী না বুধবার রাতে প্রচারিত টেলিশিন বিতর্কে তাকে এই প্রশ্নটি করা হয়েছিল। তিনি পরিষ্কার জানিয়ে দেন অলিম্পিক এই মুহূর্তে তার অগ্রাধিকার তালিকায় নেই। তিনি বলেন, নগরীতে গণপরিবহনের সমস্যা রয়েছে, এটি তার অগ্রাধিকার। রোমের স্কুলগুলোর রয়েছে নান সমস্যা। এটি তার আরেকটি অগ্রাধিকার। অলিম্পিক তার কাছে এখন কোন অগ্রাধিকার নয়। রোমের অনেক মানুষ মনে করে গুরুত্বপূর্ণ কোন পদে পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ব্যক্তিগত যোগ্যতাবলে রাজ্জি মেয়র হিসেবে সফল হবেন।
×