ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে অস্ত্রবিরতি ঘোষণা রাশিয়ার

প্রকাশিত: ০৪:০৪, ১৭ জুন ২০১৬

যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোতে অস্ত্রবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়া বুধবার সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত আলেপ্পোয় ৪৮ ঘণ্টার এক নতুন অস্ত্রবিরতি ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার মিত্র মস্কোকে ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবশ্যই মর্যাদা দেখাতে হবে বলে ওয়াশিংটনের সতর্ক বার্তা উচ্চারণের পর রাশিয়া এ অস্ত্রবিরতির ঘোষণা দিল। খবর এএফপির। রুশ প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার উদ্যোগে আলেপ্পোয় ১৬ জুন রাত ১২ টা ১ সেকেন্ড (গ্রিনিচমান সময়) বুধবার রাত ৯ টা ১ সেকেন্ড) থেকে ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন সশস্ত্র সহিংসতার মাত্রা কমিয়ে আনা এবং পরিস্থিতি স্থিতিশীল করাই এ অস্ত্র বিরতির লক্ষ্য। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আলেপ্পো প্রদেশ এ ধংসকর যুদ্ধে বিধ্বস্ত। যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। সিরিয়ার অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পো শহরের দক্ষিণে বুধবার সরকারী বাহিনী, বিদ্রোহী ও জিহাদীদের মধ্যে লড়াইয়ে কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছে। সরকার সমর্থিত যোদ্ধারা রুশ ও সরকারী বাহিনীর বিমান হামলার সহযোগিতায় বিদ্রোহী গ্রুপ ও আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্টের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়। কৌশলগত গুরুত্বহীন সড়ক ও পাহাড়ী ভূখ-ের মধ্যে অবস্থিত কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এ লড়াই হয়। রাশিয়া দুদিনের অস্ত্র বিরতি নিয়ে কার বা কাদের সঙ্গে আলোচনা করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি বিবৃৃতিতে আলেপ্পো শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বহুমুখী রকেট হামলার অভিযোগ আনা হয়েছে। আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্যাংক হামলারও অভিযোগ আনা হয় বিবৃততে। লিবিয়ায় পাঁচ বছরের এ লড়াইয়ে বিশ্বশক্তিগুলো বিবদমান পক্ষগুলোর প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমর্থন দিয়ে আসছে বিরোধী পক্ষকে। অন্যদিকে , রাশিয়া সমর্থন দিচ্ছে আসাদকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার বলেছেন, রাশিয়াকে বুঝতে হবে যে, আমাদের ধৈর্যের সীমা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নরওয়তে তার ইরানী প্রতিপক্ষ মোহাম্মদ জাভেদ জরিফের সঙ্গে বৈঠকের পর প্রসঙ্গক্রমে এ কথা বলেন।
×