ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ মিসরীয় বিমানের মূল ধ্বংসাবশেষের খোঁজ

প্রকাশিত: ০৪:০৪, ১৭ জুন ২০১৬

নিখোঁজ মিসরীয় বিমানের মূল ধ্বংসাবশেষের খোঁজ

গত মাসে ভূমধ্যসাগরের উপর থেকে নিখোঁজ হয়ে যাওয়া ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী বিমানের মূল ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। খবর বিবিসির। মিসরীয় তদন্তকারীরা এক বিবৃতিতে জানিয়েছেন, (ভূমধ্যসাগরের) কয়েকটি এলাকায় মূল ধ্বংসাবশেষগুলো শনাক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গভীর সাগরে অনুসন্ধান চালাতে সক্ষম একটি জাহাজও ধ্বংসাবশেষের ছবি পাঠাতে শুরু করেছে। ১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিসরের রাজধানী কায়রো ফেরার সময় ৬৬ জন আরোহী নিয়ে ফ্লাইট এমএস৮০৪ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। এয়ারবাস কোম্পানির এ৩২০ বিমানটি বিপর্যয়ের কোন সংকেত না দিয়েই গ্রীস ও মিসরের রাডার থেকে হারিয়ে যায়। মিসরীয় তদন্তকারী কমিটি জানিয়েছে, অনুসন্ধানী জাহাজ জন লেথব্রিজে থাকা তদন্তকারীরা এখন ভূমধ্যসাগরের যেসব স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে তার একটি মানচিত্র তৈরি করছে। এর আগে প্রাথমিক অনুসন্ধানের এক পর্যায়ে মিসরের আলেকজান্দ্রিয়া বন্দর থেকে ২৯০ কিলোমিটার উত্তর দিকে ভূমধ্যসাগরে বিমানের বাইরের অংশের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। মূল ধ্বংসাবশেষের খোঁজে ভূমধ্যসাগরের তিন হাজার মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান চালানো হয়। চলতি মাসের প্রথমদিকে অনুসন্ধানী দল জানায়, ফ্লাইট রেকর্ডের তথ্য ধারণকারী একটি ‘ব্ল্যাক বক্সের’ সঙ্কেত চিহ্নিত করেছেন তারা। তবে ২৪ জুনের মধ্যে ‘ব্ল্যাক বক্স’ থেকে সঙ্কেত পাঠানোর মেয়াদ শেষ হয়ে যাবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাভায় আটকা পড়ে ৮ তিমির মৃত্যু ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আটকা পড়ে ৮টি পাইলট হোয়েল (তিমি) মারা গেছে। দ্বীপটিতে বিপুলসংখ্যক তিমি আটকা পড়ার পর তাদের উদ্ধারে একটি বড় ধরনের অভিযান চলছে। বৃহস্পতিবার এক কর্মকর্তা এ কথা বলেন। খবর এএফপির। বুধবার ভোরে পূর্ব জাভা প্রদেশের প্রবোলিঙ্গোতে উঁচু ঢেউয়ের সঙ্গে ভেসে ছোট লেজওয়ালা ৩২টি পাইলট তিমি তীরে আসে। স্থানীয় উপকূল ও মৎস্য কার্যালয়ের প্রধান ডেডি ইসফান্ডি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রথমে সৈকতের কাছে একটি বা দুটি তিমি সাঁতার কাটছিল। তিমি মাছের প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো অসুস্থ হলে তারা উপকূলের কাছে চলে আসে।’ তিনি আরও বলেন, ‘তবে তিমিদের সামাজিক যোগাযোগ এতটাই সুদৃঢ় যে, একটি তিমি অসুস্থ হয়ে পড়লে তারা তাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঢেউয়ের আঘাতে তারা ভেসে সৈকতে আটকা পড়ে।’ ইসফান্ডি বলেন, বুধবার রাতে কয়েক শ’ স্থানীয় জেলে ও সরকারী কর্মকর্তা তাদের উদ্ধার করে সমুদ্রে অবমুক্ত করার চেষ্টা করে। কিন্তু সকালে ৮টি তিমি সৈকতে ফিরে এসে মারা যায়।
×