ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেভিতোভার জয় বার্মিংহামে

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ জুন ২০১৬

কেভিতোভার জয় বার্মিংহামে

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ বার্মিংহাম টুর্নামেন্টে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন পেত্রা কেভিতোভা। টুর্নামেন্টের পঞ্চম বাছাই এদিন ৬-৩ এবং ৬-২ সেটে সহজেই হারিয়েছেন স্বদেশী লুসি সাফারোভাকে। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ছাড়াও জয়ের দেখা পেয়েছেন এ্যাঞ্জেলিক কারবার, আন্দ্রেয়া পেটকোভিচ এবং বারবোরা স্ট্রাইকোভা। এ মাসের শেষের দিকেই শুরু হবে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডন। মূলত তারই প্রস্তুতি মঞ্চ বার্মিংহাম টুর্নামেন্ট। আর উইম্বল্ডনের শুরুটা বেশ ভালভাবেই করলেন কেভিতোভা। ঘাসের কোর্টে চেক তারকা সবসময়ই দুর্দান্ত। জয় দিয়ে শুরু করে কেভিতোভা আবারও প্রমাণ করলেন। এমন পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন। এ প্রসঙ্গে ম্যাচ শেষে বার্মিংহ্যামের পঞ্চম বাছাই কেভিতোভা বলেন, ‘ঘাসের কোর্টে আমি সবসময়ই বেশ ভাল অনুভব করি। আমি ঘাসের কোর্ট ভালবাসি। আমার খেলার স্টাইল এখানে খুবই কাজ করে। উইম্বল্ডন আমার খুবই প্রিয়, সবসময়ই চাই এখানে আসতে। এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। ঘাসের কোর্টে আমার ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করতে চাই।’ কেভিতোভা এ সময় আরও বলেন, ‘আজকের দিনটা আমার জন্য পারফেক্ট। আমি মনে করি এখানে সার্ভিংয়ে খুব ভাল খেলেছি এবং বলও খুব ভালভাবে কাজ করেছে। স্বাভাবিকভাবে আমার নড়াচড়ার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হয়নি।’ দিনের অন্য ম্যাচে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ৭-৬ (৭/৩) এবং ৬-৩ সেটে হারিয়েছেন চীনের প্যাং শুয়াইকে। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন কারবার। উইম্বল্ডনেও নিজেকে মেলে ধরতে চান তিনি। তার আগে বার্মিংহ্যামের প্রস্তুতি পর্বটা ভালভাবে সেরে নিতে চান কারবার। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের টিকেট নিশ্চিত করে সন্তুষ্ট কারবার। তবে জার্মান তারকা জানালেন, ঘাসের কোর্টে শুরুটা তার জন্য নাকি সবসময়ই কঠিন। গাড়ি চালালেই জেল! স্পোর্টস রিপোর্টার ॥ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বেশ বিপাকেই পড়েছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। এবার ইংল্যান্ডের আদালত থেকে আগামী ছয় মাস তার ওপর গাড়ি চালানোর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ সময়ে তিনি যে কোন পরিস্থিতিতে ড্রাইভ করলে জেলে পর্যন্ত যেতে হবে বলে জানিয়েছে আদালত। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার চারবারেরও বেশি মদ্যপ অবস্থায় বেশি গতিতে গাড়ি চালিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন!
×